For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইদে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রীর, নমাজে উপস্থিত চন্দ্রবাবু

দেশজুড়ে আজ পালিত হচ্ছে খুশির ইদ। উৎসবের আমেজে মাতোয়ারা কাশ্মীর থেকে কন্যাকুমারী। ইদ পালনের সঙ্গে সঙ্গেই শেষ হয় রামজান।

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে আজ পালিত হচ্ছে খুশির ইদ। উৎসবের আমেজে মাতোয়ারা কাশ্মীর থেকে কন্যাকুমারী। ইদ পালনের সঙ্গে সঙ্গেই শেষ হয় রামজান মাস। কেনাকাটা থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে আজ উৎসবে মুখরিত গোটা দেশ। শুরু হয়েছে একে অপরকে শুভেচ্ছাবার্তা প্রেরণের পালা। এদিন ইদ উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের বাকি অংশে ইদ পালনের ছবিটা কেমন, দেখে নেওয়া যাক।

অন্ধ্রপ্রদেশে ইদ পালন

এদিন অন্ধ্রপ্রদেশে ইদের নমাজে দেখা যায় মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে। সেখানের বিয়জওয়াড়ার গান্ধী স্টেডিয়ামে নামাজপাঠের অনুষ্ঠানে অংশ নেন চন্দ্রবাবু নাইডু।

যোগীরাজ্যে ইদ

ইদ উৎসবে মাতোয়ারা হয় যোগীরাজ্য উত্তর প্রদেশ। সেখানে গোরক্ষপুরে খুশির ইদ পালনের ছবি ধরা পড়েছে ক্যামেরায়।

দিল্লির জামা মসজিদে ইদের নামাজ

প্রথা মেনে এদিন নয়াদিল্লির জামা মসজিদে পাঠ করা হয় ইদের নামাজ। অংশ নেন বহু ইসলাম ধর্মাবনলম্বী মানুষ।

মধ্যপ্রদেশে ইদ

মধ্যপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কংগ্রেস নেতা কমল নাথকে ইদ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যায়।

English summary
India celebrates Eid today; President Kovind, PM Modi extend greetings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X