For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইদের ছুটি শনিবার, উৎসবের দিনগুলোতে এই জায়গাগুলোয় বেড়িয়ে আসতে পারেন

ইদের ছুটির সময় ভারতে ভ্রমণের জন্য কয়েকটি বিশেষ জায়গা।

Google Oneindia Bengali News

সারা ভারতে ইদ উল-ফিতর উদযাপন হবে শনিবার, অর্থাত ১৬ জুন তারিখে। অবশ্য ব্যতিক্রম কেরল। সে রাজ্যে শুক্রবারই পালিত হচ্ছে ইদ। তবে ইদ উপলক্ষ্যে ব্যাঙ্ক ও সরকারি অফিসগুলিতে ছুটি দেওয়া হচ্ছে শনিবারই। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের জেনারেল সেক্রেটারি ডিটি ফ্রাঙ্কো বিষয়টি নিশ্চিত করেছেন।

ইদের গায়ে গায়ে পড়েছে রবিবার। কেরল, মিজোরাম, ওড়িষা, পুদুচ্চেরি তামিলনাড়ু, এবং উত্তরাখণ্ডের মতো কয়েকটি রাজ্যে শুক্রবারই ইদের ছুটি ঘোষণা করায় সেসব রাজ্যে পরপর তিনদিন ছুটি। উৎসবের সময়ে পরপর ছুটির এই দিনগুলোয় বাড়ি বসে সময় নষ্ট না করে অনেকেই বেরিয়ে পড়তে চাইছেন আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থানে।

হজরতবাল, শ্রীনগর

হজরতবাল, শ্রীনগর

পবিত্র রমজান মাসের সমাপ্তী সূচক ইদ উল-ফিতর'এ সময় কাটানোর জন্য কাশ্মীরের শ্রীনগরের হজরতবাল-এর মতো উপযুক্ত জায়গা আর কী বা হতে পারে। কথিত আছে এই ধর্মস্থানে ইসলাম ধর্মের নবি হজরত মহম্মদের মাথার চুল রাখা আছে। তাই সারা বছরই এই স্থানে দর্শণার্থীদের ভিড় লেগে থাকে। তবে ইদের পবিত্র দিনে ডাল লেকের পাড়ের এই ধর্মস্থলে এসে প্রার্থনা করেন বহু ধর্মপ্রাণ মুসলমানই। কাজেই যতই রক্তাক্ত হোক উপত্যকা শুক্র, শনি, রবি এই তিনদিনই এই স্থানে জনতার ভিড় লেগে থাকবে। এছাড়া এই স্থানে এসে অনেকে মনের শান্তিও খুঁজে পান। অনেকে আবার আসেন স্রেফ ইদের কেনাকাটা করতে। ইদের বাজারের জন্যও এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয়।

তাজমহল মসজিদ, আগ্রা

তাজমহল মসজিদ, আগ্রা

আগ্রায় এমনিতে সবাই যায় তাজমহল দেখতে। কিন্তু ইদের দিন বা তার আশপাশের দিনগুলোতে লোকের ভিড়ে পৃথিবীর আশ্চর্য স্থাপত্য-কীর্তিকে পাল্লা দেয় আগ্রার লাল পাথরে তৈরি তাজমহল মসজিদও। হাজার হাজার মুসলমান এই মসজিদে নামাজে সামিল হন। সঙ্গে তাজমহল ভ্রমণের উপড়ি পাওনা তো আছেই। ইদের দিন তাজমহলে ঢোকার কোনও টিকিট খরচও নেই। প্রচুর দোকান-পাট, বিপুল মানুষের সমাগমে তাজমহল ও মসজিদ - চত্ত্বর থাকে জমজমাট।

মসজিদ-এ-খাদরিয়া, বেঙ্গালুরু

মসজিদ-এ-খাদরিয়া, বেঙ্গালুরু

বেঙ্গালুরু শহরের বুকে মিলার্স রোডের ইদগা গ্রাউন্ডে অবস্থিত মসজিদ-এ-খাদরিয়া। এই অপূর্ব সুন্দর স্থাপত্যরীতির ও আকারে বিশাল মসজিদটিতে একসঙ্গে ২১২৫ জন নামাজ পড়তে পারেন। ইদের দিন অবশ্য ভিড় অনেক বেশি হয় বলে মসজিদের বাইরে ইদগা গ্রাউন্ডেই হয় নামাজ পাঠ। সেই সঙ্গে মসজিদ চত্ত্বরে খাওয়ারের দোকান, প্রসাধনী দ্রব্যের দোকান, মেহেন্দি করার দোকান - থাকায় নামাজ পাঠের পরও সারাদিনই এই এলাকায় লোকের ভিড় লেগে থাকে।

হাজি আলি-র দরগা ও মসজিদ, মুম্বই

হাজি আলি-র দরগা ও মসজিদ, মুম্বই

মুম্বই ভারতের বানিজ্য নগরী। এ শহরের দক্ষিণে ওরলি উপকূলে অবস্থিত হাজি আলি-র দরগা ও মসজিদে এক অপূর্ব দৃশ্য রচিত হয় প্রতি ইদে। এখানে ইদের দিনে প্রার্থনা জানাতে শুধু মুসলমানরাই হাজির হন তা নয়, থাকেন সব ধর্মের মানুষই। আগে মহিলাদের এই ধর্মস্থলে প্রবেশাধিকার ছিল না। কিন্তু ২০১৬ সালে তা তুলে নেওয়া হয়। এই দরগায় ইদের দিন সুফি গায়কদের কাওয়ালি সঙ্গীত অন্যতম আকর্ষণ থাকে।

English summary
Some special places all over India to visit during Eid vacations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X