For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রমজানে ভোট! যাদবপুরের তৃণমূল প্রার্থী জানালেন নিজের সিদ্ধান্তের কথা

এবার রোজা রাখবেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। এবার ভোটের মধ্যেই পড়েছে রমজান মাস। তাতে সংখ্যালঘু ভাইবোনেদের কষ্ট হবে। তাই সেই কষ্ট সংখ্যালঘু ভোটারদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।

  • |
Google Oneindia Bengali News

এবার রোজা রাখবেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। এবার ভোটের মধ্যেই পড়েছে রমজান মাস। তাতে সংখ্যালঘু ভাইবোনেদের কষ্ট হবে। তাই সেই কষ্ট সংখ্যালঘু ভোটারদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। নির্বাচনী সভা প্রার্থীর ঘোষণার পরেই সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে বিজেপি।

সিদ্ধান্ত ঘোষণার পরেই প্রতিবাদ তৃণমূলের

সিদ্ধান্ত ঘোষণার পরেই প্রতিবাদ তৃণমূলের

ভোটের দিন ঘোষণার সময়ই আপত্তি জানিয়েছিল তৃণমূল। বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনেও যায়। যদিও কোনও লাভ হয়নি। রমজান মাসে কমিশনের ভোটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর মিলিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। বিষয়টি যে রাজনৈতিক ইস্যু হতে যাচ্ছে, তা তখন পরিষ্কারই বোঝা গিয়েছিল।

[আরও পড়ুন: ভোটদানের হার বাড়াতে অভিনব পদক্ষেপ! 'এক ডজন গল্প' নিয়ে রাস্তায় কমিশন][আরও পড়ুন: ভোটদানের হার বাড়াতে অভিনব পদক্ষেপ! 'এক ডজন গল্প' নিয়ে রাস্তায় কমিশন]

মিমির ঘোষণা

মিমির ঘোষণা

সংখ্যালঘু অধ্যুষিক বারুইপুরের কেয়াতলায় গিয়ে রমজান মাসে রোজা রাখার কথা ঘোষণা করেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। তিনি বলেন, ১৯ মে ভোটের দিন তিনি রমযানের উপোস করবেন। বিকেলে কর্মী সমর্থকদের সঙ্গে রোজা ভাঙবেন বলে জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ২০১৯ নির্বাচনে কংগ্রেসের টিকিটে আদৌ কি লড়তে পারবেন হার্দিক! 'সুপ্রিম' বার্তায় কী উঠে এল][আরও পড়ুন: ২০১৯ নির্বাচনে কংগ্রেসের টিকিটে আদৌ কি লড়তে পারবেন হার্দিক! 'সুপ্রিম' বার্তায় কী উঠে এল]

বিরোধীদের প্রতিবাদ

বিরোধীদের প্রতিবাদ

যাদবপুরের তৃণমূল প্রার্থীর রোজা রাখার মন্তব্যে বিরুদ্ধতা করা হয়েছে বিরোধীদের তরফে। নির্বাচনী সভা প্রার্থীর ঘোষণার পরেই সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে বিজেপি।

[আরও পড়ুন:রাজ্যপাল পদে থেকে নিজেকে বিজেপি কর্মী বলে দাবি! কমিশনের নজরে কল্যাণ][আরও পড়ুন:রাজ্যপাল পদে থেকে নিজেকে বিজেপি কর্মী বলে দাবি! কমিশনের নজরে কল্যাণ]

English summary
TMC's Jadavpur candidate Mimi Chakraborty announced to keep fast on voting day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X