For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাত দিয়ে তৈরি হবে স্যানিটাইজার, টুইটে কেন্দ্রকে এ নিয়ে আক্রমণ রাহুল গান্ধীর

ভাত দিয়ে তৈরি হবে স্যানিটাইজার, টুইটে কেন্দ্রকে এ নিয়ে আক্রমণ রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু)‌–এর পক্ষ থেকে বলা হয়েছে বারবার হাত ধুতে। হ্যান্ড ওয়াশ ছাড়াও এখন হ্যান্ড স্যানিটাইজারের চাহিদাও বেশ তুঙ্গে। আর এই স্যানিটাইজার নিয়েই কেন্দ্র সরকারকে তোপ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভাত দিয়ে তৈরি হবে স্যানিটাইজার, টুইটে কেন্দ্রকে এ নিয়ে আক্রমণ রাহুল গান্ধীর


মঙ্গলবার রাহুল জানান, স্যানিটাইজার তৈরি করার জন্য ভাত ব্যবহার করা হচ্ছে এবং দেশের দরিদ্রদের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে কবে তাঁরা জেগে উঠবেন?‌ তিনি জানান, একদিকে এই লকডাউনের কারণে দরিদ্ররা ক্ষুধার্ত থাকছেন আর সরকার ভাত দিয়ে স্যানিটাইজার তৈরি করার অনুমতি দিচ্ছে। রাহুল গান্ধী টুইটে বলেন, '‌আর কবে দেশের দরিদ্ররা জাগবে?‌ আপনারা ক্ষিধেয় মরছেন আর তারা আপনার অংশের ভাত নিয়ে হাত ধোওয়ার জন্য স্যানিটাইজার তৈরি করছে।’‌ এই টুইটের সঙ্গে রাহুল গান্ধী একটি সংবাদপত্রের খবরও পোস্ট করেন যেখানে দেশে স্যানিটাইজার তৈরির জন্য সরকারের ভাত ব্যবহারের সিদ্ধান্তের কথা রয়েছে।

ভাত দিয়ে তৈরি হবে স্যানিটাইজার, টুইটে কেন্দ্রকে এ নিয়ে আক্রমণ রাহুল গান্ধীর


প্রসঙ্গত সোমবার সরকারের পক্ষ থেকে স্যানিটাইজার তৈরির জন্য ভাত ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এই ভাতকে দেশের খাদ্য নিয়ামক সংস্থা ইথানলে পরিবর্তন করে তা দিয়ে অ্যালকোহল–বেসড স্যানিটাইজার ও পেট্রোলে মেশানোর দ্রবণ তৈরি করবে।
English summary
Congress leader Rahul Gandhi on Tuesday took a swipe at the government over reports that rice would be used to make sanitisers and asked the poor of the country as to when will they wake up.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X