For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌দবিন্দরের সঙ্গে আইএসআই যোগ, মেয়ের সঙ্গে দেখা করতে ঘন ঘন বাংলাদেশ সফর

‌দবিন্দরের সঙ্গে আইএসআই যোগ, মেয়ের সঙ্গে দেখা করতে ঘন ঘন বাংলাদেশ সফর

Google Oneindia Bengali News

দবিন্দর সিংকে নিয়ে তদন্ত চলছে জোর কদমে। জম্মু–কাশ্মীর পুলিশ সোমবার জানিয়েছে যে ডিএসপি দবিন্দর সিং প্রায়ই বাংলাদেশে যেতেন। কারণ সেখানে তাঁর মেয়ে পড়াশোনা করে। যদি পুলিশ তদন্ত করে দেখছে যে ডিএসপি শুধু তাঁর মেয়ের সঙ্গেই দেখা করতে যেতেন নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে এই বাংলাদেশ সফরে।

‌দবিন্দরের সঙ্গে আইএসআই যোগ, মেয়ের সঙ্গে দেখা করতে ঘন ঘন বাংলাদেশ সফর


পুলিশ জানিয়েছে যে এনআইএ সম্প্রতি দবিন্দর সিংয়ের মামলাটি হাতে নিয়েছে এবং তদন্তে তাঁর সঙ্গে বাংলাদেশ যোগ উঠে এসেছে। বেশ কিছু নতুন তথ্য জানা গেলেও তা সবই এনআইয়ের কাছে রয়েছে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে জম্মু–কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং বলেন, '‌জম্মু–কাশ্মারের ডিএসপি দবিন্দর সিংয়ের মামলা এনআইয়ের কাছে চলে গিয়েছে, তাই সেটা নিয়ে কোনও মন্তব্য আমি করতে পারব না। সঠিক দিশাতেই এর তদন্ত হচ্ছে।’‌ দবিন্দর সিংয়ের বাংলাদেশ যোগাযোগ নিয়ে ডিজিপি বলেন, '‌এটা আমরা জানতে পেরেছি যে তাঁর মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে। আমরা খতিয়ে দেখছি যে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্য শুধু তাঁর মেয়ে কিনা।’‌ সূত্রের খবর, দবিন্দর প্রায়ই ঢাকায় আইএসআই চরদের সঙ্গে দেখা করতেন এবং তাঁর মেয়ের পড়াশোনার খরচও আইএসআই চরের টাকাতেই চলত। এটা সত্যিই খুব অদ্ভুত বিষয় দবিন্দর একজন ভারতীয় হয়ে তাঁর মেয়েকে বাংলাদেশে পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন।

ডবিন্দর সিংকে সম্প্রতি গ্রেফতার করা হয়। তার সঙ্গে ছিল দু’‌জন জঙ্গিও। পুলিশের অনুমান, ওই দুই জঙ্গি উপত্যকায় নাশকতার ঘটনা ঘটানোর পর দবিন্দর তাদের কাশ্মীরের বাইরে নিয়ে যাচ্ছিল। যে গাড়িটি করে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল, সেখান থেকে একে–৪৭, গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র–কার্তুজ উদ্ধার হয়েছে।

কেরল-পঞ্জাবের পথে বাংলাও, নাগরিক আইন বিরোধী প্রস্তাব পাসের বার্তা মমতারকেরল-পঞ্জাবের পথে বাংলাও, নাগরিক আইন বিরোধী প্রস্তাব পাসের বার্তা মমতার

English summary
Jammu and Kashmir Police DGP Dilbagh Singh said that Davinder Singh visited Bangladesh to meet his daughters but investigations are underway whether he visited the country for other purposes as well
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X