For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিতাভ বচ্চনকে নিয়ে কং-বিজেপি তরজা চরমে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ মে : নেহরু-গান্ধী পরিবারের সঙ্গে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের তিক্ত সম্পর্ক ফের বুধবার প্রকাশ্যে চলে এল। শনিবার মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের অংশগ্রহণ করা নিয়ে প্রকাশ্যে বিরোধিতা শুরু করল কংগ্রেস। পানামা তথ্য ফাঁস কাণ্ডে বচ্চনের নাম থাকাকে ইস্যু করেই বিরোধিতা করছে কংগ্রেস।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে পানামা কান্ড মামলায় তদন্তের অধীনে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর কিছুতেই সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ সাজে না। [জাতীয় সঙ্গীত 'ভুল' গাওয়ায় অমিতাভ বচ্চনের নামে মামলা দায়ের হল!]

অমিতাভ বচ্চনকে নিয়ে কং-বিজেপি তরজা চরমে!

এদিকে বিজেপি এই যুক্তিকে উড়িয়ে দিতে চাইছে। বিজেপির একাংশ বচ্চনের পাশে দাঁড়িয়েছে তবে, অমিতাভ নিজে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন অনুষ্ঠান তিনি সঞ্চালনা করবেন না, তবে অবশ্যই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন, সমগ্র অনুষ্ঠানের সঞ্চলনায় না থাকলেও "বেটি বাঁচাও, বেটি পড়াও"-এ একটি ছোট্ট অংশের সঞ্চালনা করার কথা তাঁর। সরকারের এই প্রচারের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও তিনি। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, বা আংশিক সঞ্চালনা করবেন কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে বলে জানিয়েছেন অমিতাভ। [(ছবি) বলিউডের অভিনেতা যাঁরা চরম মেকওভার-এ বদলেছেন অনস্ক্রিন চেহারা!]

অমিতাভের সপক্ষে সওয়াল করতে গিয়ে কংগ্রেস মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন, "কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর থেকে মানুষ অমিতাভ বচ্চনকে বেশি ভালবাসে। এর কারণে কংগ্রেসের হিংসা করা উচিত না। যে নতুন ইস্যু তৈরির চেষ্টা করছে কংগ্রেস তা তাদের দলের মানসিক ভারসাম্যহীনতারই প্রতিফলন।"

অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যওয়ালার কথায়, "অমিতাভ বচ্চনকে আমরা সবাই সম্মান করি। কিন্তু এটা ভুললে চলবে না তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। যদি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করে নেন তাহলে তা তদন্তে প্রভাব ফেলতে পারে। তদন্তকারী সংস্থার কাছে এর মাধ্যমে ভুল বার্তা যাবে।" [শত্রুঘ্ন সিনহার জন্য নিরাপত্তাহীনতায় ভুগতেন অমিতাভ? বিহারিবাবুর বইয়ে চমকে দেওয়া তথ্য]

কংগ্রেসের পাল্টায় কেন্দ্রীয় আইন মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়ার কথায়, "অমিতাভ বচ্চনের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং পানামা তথ্যের তদন্তের মধ্যে কোনও সম্পর্ক নেই। তদন্ত একটি স্বতন্ত্র সংস্থার দ্বারা পরিচালিত হবে।"

এই প্রসঙ্গে তথ্যসংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা বলেন, অমিতাভ জি অনুষ্ঠানের একটি ছোট অংশের সঞ্চালনা করবেন। এটা নিয়ে একটা ইস্যু তৈরি করে কংগ্রেস নিজের নেতিবাচক চিন্তাধারাকেই মানুষের সামনে তুলে ধরছে। জনসংযোগ এমনিতেই হারিয়েছে ওরা, এই ধরনের কথা বার্তা বলে সেই নিজেদের পায়ে আরও কুড়ুল মারছে ওরা। নিজেরা একাধিক দুর্নীতিতে যুক্ত অথচ অন্যদের দিকে ওরা আঙুল তোলে।

English summary
Cong, BJP spar over Big B in govt event
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X