For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলে যাওয়া কাশ্মীরের কাহিনি! দেশসেবার স্বপ্ন নিয়ে সেনাবাহিনীতে যোগদান ৫৭৫ কাশ্মীরির

এ এক বদলে যাওয়া কাশ্মীরের কাহিনি! চোখে-মুখে দেশসেবার স্বপ্ন নিয়ে ভারতীয় সেনায় যোগ দিলেন ৫৭৫ জন যুবক।

Google Oneindia Bengali News

এ এক বদলে যাওয়া কাশ্মীরের কাহিনি! চোখে-মুখে দেশসেবার স্বপ্ন নিয়ে ভারতীয় সেনায় যোগ দিলেন ৫৭৫ জন যুবক। শনিবার জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫৭৫ জন যুবককে ভারত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হল। শ্রীনগরের পাসিং আউট প্যারেডে তাঁদের পদাতিকবাহিনীকে নিযুক্ত করা হয়েছে।

মাতৃভূমির সেবায়

মাতৃভূমির সেবায়

ভারতীয় সেনায় যোগ দিয়ে তাঁরা আপ্লুত। দেশসেবার কাজে যুক্ত হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছেন তাঁরা। তাঁরা জানান, মাতৃভূমির সেবা করতে তাঁরা প্রস্তুত এবং দায়িত্ব পালনের সঙ্গে নিজের জীবন উৎসর্গ করা থেকেও তাঁরা বিরত থাকবে না। ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি হয়ে তাঁরা তাই গর্ব অনুভব করছেন।

জীবন দিতেও প্রস্তুত

জীবন দিতেও প্রস্তুত

লেফটেন্যান্ট জেনারেল অশ্বিনী কুমার বলেন, জম্মু ও কাশ্মীরের এত সংখ্যক যুবকের ভারতীয় সেনাবাহিনীতে যোগদান এই অঞ্চলের পরিবর্তিত চেহারার লক্ষণ। তাঁরা ভারতীয় সেনাবাহিনীতে অন্যান্যদের সঙ্গে দাঁড়িয়ে জীবন দিতেও প্রস্তুত। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর এই ধরনের যোগদান প্রথম এবং তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

কাশ্মীরের হিংসা দমনে

কাশ্মীরের হিংসা দমনে

কাশ্মীর উপত্যকায় তাঁদের নিযুক্ত করা হচ্ছে। এই এলাকায় হিংসা দমন তাঁরা কাজ করবেন। প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলি এই অঞ্চলে সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করেছে। তারা একটি চিঠি দিয়ে হিংসা ছড়ানোর বার্তা দিয়েছে।

English summary
575 youths of Jammu and Kashmir are inducted into Indian Army. They are recruited at the passing out parade in Srinagar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X