For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকটক তারকা সোনালি ফোগাটের মৃত্যুতে মাদক যোগের প্রমাণ, ক্লাব মালিক সহ গ্রেফতার চার

Google Oneindia Bengali News

হরিয়ানার বিজেপি নেত্রী তথা টিকটক তারকা সোনালি ফোগাটের মৃত্যুর ঘটনায় গোয়ার পুলিশ ক্লাবের মালিক, মাদক ব্যবসায়ী সহ আরও দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, ওই ক্লাবের শৌচালায় থেকে মাদক উদ্ধার করা হয়েছিল। তবে মাদকগুলো প্রকৃতি এখনও জানা যায়নি। তারজন্য পরীক্ষার প্রয়োজন বলে গোয়া পুলিশের তরফে জানানো হয়েছে।

সোনালি ফোগাটের মৃত্যুতে জোড়াল মাদক তত্ত্ব

সোনালি ফোগাটের মৃত্যুতে জোড়াল মাদক তত্ত্ব

গোয়া পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্লাব থেকে মাদক উদ্ধারের ঘটনায় মালিককে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। এর আগে পুলিশ সিসিটিভি ফুটেজে বিজেপি নেত্রীকে জোর করে মাদক দেওয়ার প্রমাণ পেয়েছে। গোয়া পুলিশ সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া গিয়েছে, সুধীর বোতল থেকে কিছু একটা সোনালির পানীয়তে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সোনালি বাধা দেওয়ার পরেও জোর করে তা মিশিয়ে দেওয়া হয়। সেই পানীয় খাওয়ার পরেই টিকটক তারকা নিজের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সময় শারীরিক অস্বস্তি শুরু হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের কাছে ক্লাবের ভিতর সোনালি ফোগাটের আরও একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, সোনালির হাঁটার ক্ষমতা নেই। সুধীর তাঁকে ধরে ধরে কোথাও নিয়ে যাচ্ছেন। সোনালি ফোগাটের মৃত্যুতে বার বার মাদক তত্ত্ব সামনে আসছে। ক্লাবের শৌচালয় থেকে মাদক পাওয়ার ঘটনায় সেই অভিযোগ যেন আরও জোড়াল হল।

সোনালির পরিবারের অভিযোগ

সোনালির পরিবারের অভিযোগ

সোমবার উত্তর গোয়ার একটি হাসপাতালে সোনালি ফোগাটকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। পুলিশ সেই সময় প্রাথমিকভাবে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। বুধবার সোনালি ফোগাটের ভাই রিঙ্কু তাঁর ব্যক্তিগত সহকারী সুধীর সাংওয়ান ও সুখবিন্দর সিংয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেনন। রিঙ্কু দাবি করেন, এই দুজনেই পরিকল্পনা করে তাঁর দিদিকে খুন করেছে। এই প্রেক্ষিতে তিনি বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সুধীর তাঁর দিদিকে মাদক খাওয়াতেন। গোয়া পুলিশের মহাপরিদর্শক ওমভির সিং বিষ্ণোই জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে সাংওয়ান ও সিং ফোগাটের তরলে আপত্তিকর রাসায়নিক মেশানোর কথা স্বীকার করেছেন। পাশাপাশি ফোগাটকে সেই পানীয় খেতে তাঁরা বাধ্য করেছিলেন বলে জানিয়েছেন।

সোনালি ফোগটের মৃত্যুর কারণ

সোনালি ফোগটের মৃত্যুর কারণ

গোয়া পুলিশের মহাপরিদর্শক ওমভির সিং বিষ্ণোই জানিয়েছেন, উত্তর গোয়া জেলার অঞ্জুনাতে কার্লিস রেস্তোরাঁতে ২২ অগাস্ট রাত ও ২৩ অগাস্ট ভোরের মধ্যে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। দ্রুত তাঁদের আদালতে তোলা হবে। অন্যদিকে, মাদকের জন্যই সোনালি ফোগাটের মৃত্যু হয়েছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ফোগাটের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে। পুলিশের তরফে আনার সময়, হাসপাতালে আনার সময় ফোগটের শরীরে আঘাত লাগতে পারে।

English summary
Goa club owner arrested after drug seized from bathroom on Sonali Phogat death case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X