For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন একবারে থালায় ৩টে রুটি পরিবেশন করতে নেই?‌‌ জানুন এর পিছনে থাকা প্রকৃত কারণ

Google Oneindia Bengali News

ভারতীয় খাবারের মধ্যে রুটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। এটা ছাড়া খাবার কল্পনা করা মুশকিল। ধর্ম-শাস্ত্রে রুটি তৈরি করা, রুটি পরিবেশনের পদ্ধতি ও রুটির উপায়-টোটকাও বলা হয়েছে। রুটির সঙ্গে যুক্ত কিছু নিয়ম ভারতীয় পরম্পরার অংশ হয়ে গিয়েছে। তার মধ্যেই একটি হল থালায় কখনও একসঙ্গে তিনটে রুটি দিতে নেই। যার পিছনে রয়েছে কিছু বিশেষ কারণ। এই কারণ ধর্ম, জ্যোতিষ ও বিজ্ঞানের সঙ্গে যুক্ত রয়েছে। আসুন জেনে নিই একসঙ্গে তিনটে রুটি পরিবেশন না করার কারণ।

৩ সংখ্যা অশুভ

৩ সংখ্যা অশুভ

৩ সংখ্যাকে এমনিতে অশুভ ও বিজোড় সংখ্যা হিসাবে গণ্য করা হয়। তাই খাবারের মতো গুরুত্বপূর্ণ জিনিসে ৩ সংখ্যার ব্যবহারকে সঠিক বলে মানা হয় না। তাই থালায় একসঙ্গে তিনটে রুটি পরিবেশন করা অশুভ বলে মানা হয়। এর পরিবর্তে ২টি বা চারটে রুটি দেওয়া যেতে পারে।

মৃত ব্যক্তির থালায় ৩টে রুটি দেওয়া হয়

মৃত ব্যক্তির থালায় ৩টে রুটি দেওয়া হয়

এছাড়া কোনও ব্যক্তির মৃত্যু হলে সেখানে যখন শ্রাদ্ধের কাজে সেই ব্যক্তির নামে থালা সাজানো হয় তখন সেই থালায় তিনটে রুটি বা ৩টে লুচি রাখা হয়ে থাকে। এইজন্য তিন রুটির থালাকে মৃতের থালা বলা হয়ে থাকে। তাই সাধারণ দিনে কখনও থালায় ৩টে রুটি পরিবেশন করা ঠিক নয়।

ঝগড়া হয়

ঝগড়া হয়

থালায় ৩টে রুটি পরিবেশন যিনি করেন তার মনে লড়াই-ঝগড়া করার ভাব চলে আসে। তাই কখনও থালায় তিনটে রুটি পরিবেশন করতে নেই। এতে ঝগড়া ও নেতিবাচকতা থেকে বাঁচতে পারবেন।

৩ ‌টে রুটি পরিবেশন না করার বৈজ্ঞানিক কারণ

৩ ‌টে রুটি পরিবেশন না করার বৈজ্ঞানিক কারণ

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী থেকে যদি দেখা হয়ে থাকে তবে একবারে বেশি খাবার খাওয়া ঠিক নয়। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন কম খাবার খেতে। দিনে ৩ থেকে ৪ বার একটু একটু করে খাবার খাওয়া উচিত। একজন সাধারণ ব্যক্তিকে এক বাটি সবজি, ৫০ গ্রাম চাল ও দু'‌টো রুটি খাওয়া উচিত। একবারে বেশি খাবার আপনার স্বাস্থ্যে সমস্যা তৈরি করতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

English summary
Know why three rotis should not be served together in a plate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X