For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতে ঘুমনোর আগে অবশ্যই এই কাজগুলি করুন, সর্বদা কৃপা থাকবে মা লক্ষ্মীর

Google Oneindia Bengali News

রাতের ঘুম খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। সেরকমই রাতে ঘুমনোর আগের সময়টা খুবই বিশেষ বলে মনে করা হয়। যদি এই সময় শোওয়ার আগে কিছু বিশেষ কাজ করা যায় তবে তা দারুণ কার্যকরী হয়। যদি রাতে ঘুম ভালো আসে তাহলে পরের দিনটাও দারুণ কাটে। এর সঙ্গে এই কাজগুলি বাস্তু শাস্ত্রেও খুবই শুভ বলে মনে করা হয় এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করে।

হাত–পা মুখ ধুয়ে ঘুমোন

হাত–পা মুখ ধুয়ে ঘুমোন

শোওয়ার আগে হাত-পা, মুখ অবশ্যই ধোবেন। এতে খারাপ স্বপ্ন আসে না। এর পাশাপাশি যে বিছানায় আপনি ঘুমোচ্ছেন সেটাও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। চাদর, বালিশ, কম্বল ইত্যাদি পরিষ্কার রাখা দরকার। ভাঙা খাট অথবা খারাপ অবস্থায় রয়েছে এমন বিছানায় শোওয়া উচিত নয়।

কর্পূর জ্বালিয়ে নিন

কর্পূর জ্বালিয়ে নিন

শোওয়ার কিছুক্ষণ পর নিজের বেডরুমে কর্পূর জ্বালিয়ে নিন। এতে ঘরেইতিবাচকতা থাকে এবং জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে। ঘরে ময়ূরের পালক রাখা থাকলে তা আরও ভালো হবে।

ইষ্ট দেবতার নাম স্মরণ করে শুতে যান

ইষ্ট দেবতার নাম স্মরণ করে শুতে যান

শোওয়ার আগে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে নিন। এরকম করলে ঘুম ভালো হয় এবং আপনার ওপর দেবী-দেবতাদের কৃপা সর্বদা থাকে।

পানীয় জলের পাশে প্রদীপ জ্বালান

পানীয় জলের পাশে প্রদীপ জ্বালান

রাতে শোওয়ার আগে পানীয় জল রাখার জায়গায় প্রদীপ জ্বালিয়ে রাখুন। তবে দেখে নেবেন আশেপাশে যেন পর্দা বা দাহ্য পদার্থ না থাকে নয়তো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জলের জায়গার পাশে প্রদীপ জ্বালিয়ে রাখলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়।

দরজার দিকে পা করে শোবেন না

দরজার দিকে পা করে শোবেন না

কখনও দরজার দিকে পা করে শোওয়া উচিত নয়। রান্নাঘর ভালো করে পরিষ্কার করে শুতে যান। রান্নাঘরে এঁটো বাসন রেখে ঘুমোতে আসবেন না।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

অমিতাভ বচ্চনকে আর নকল করা যাবে না, অভিনেতার গলার স্বর–ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হাইকোর্টেরঅমিতাভ বচ্চনকে আর নকল করা যাবে না, অভিনেতার গলার স্বর–ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হাইকোর্টের

English summary
These things should never be done before going to bed at night
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X