For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবনে সাফল্য আনতে ও রাহুর দোষ কাটাতে মানুন রান্নাঘরের এই টিপসগুলি

জীবনে সাফল্য আনতে ও রাহুর দোষ কাটাতে মানুন রান্নাঘরের এই টিপসগুলি

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহকে খুব খারাপ একটি গ্রহ বলে মনে করা হয়। তার কারণ রাহুদোষ যে ব্যক্তির জন্ম কুণ্ডলীতে থাকে তারা জীবনে কখনোও সাফল্য পান না । যাদের জীবনে রাহুর দোষ আছে সেই সকল ব্যক্তিদের জীবনে অশান্তি লেগেই থাকে। সেটা থেকে তারা কখনোও বেরোতে পারেন না। বলা হয় রান্নাঘরের সঙ্গে আমাদের জীবন যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আর এই রান্নাঘরের অনেক জিনিসের সাথেই রাহুর বিশেষ সম্পর্ক রয়েছে। রান্নাঘরের কোন কোন জিনিস সঠিকভাবে ব্যবহার না করলে রাহুরদোষ হতে পারে এবং জীবনে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। যদি আপনি জীবন থেকে রাহুর দোষ কাটাতে চান তাহলে মানুন এই টিপসগুলি।

এই কাজটি করলে শরীর খারাপ হয়

এই কাজটি করলে শরীর খারাপ হয়

জ্যোতিষশাস্ত্র বলা হয় কড়াই বা তাওয়া সঠিকভাবে ব্যবহার করা উচিত। পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে রাখুন এইগুলি। না হলে আপনার শরীর ক্রমশ খারাপ হতে পারে। এর ফলে সৃষ্টি হয় রাহুর দোষ। যা জেরে আপনার জীবনে কখনোও সাফল্য আসবে না।

কোথায় রাখবেন আপনার রান্নার কড়াই

কোথায় রাখবেন আপনার রান্নার কড়াই

রান্নাঘরে যখন আপনি কাজ করবেন তখন সবদিক খেয়াল রেখেই কাজ করুন । দেখবেন রান্নার যে পাত্রগুলিতে আপনি রান্না করেন সেটি কখনোই যেন আপনার সোজাসুজি না থাকে। আবার রান্নার কড়াই বা তাওয়া এমন জায়গায় রাখুন যাতে সেটি বাইরের লোক দেখতে না পায়। আপনার রান্নাঘরের যে ড্রয়ার রয়েছে সেখানে কড়াই বা তাওয়া রাখুন।

 সর্বদা রান্নাঘর পরিষ্কার রাখুন

সর্বদা রান্নাঘর পরিষ্কার রাখুন

আপনার রোজ রান্নায় লাগে কড়াই বা তাওয়া, তাই এগুলি কখনোই নোংরা ভাবে রাখবেন না। এতে রাহু দোষের সৃষ্টি হয়। রান্না করার আগে অবশ্যই এই বাসনপত্র ধুয়ে নেবেন এবং রান্না করার পরও বাসনপত্র ধুয়ে রাখবেন এবং রান্নাঘর পরিষ্কার রাখবেন।

রুটি করার আগে মানুন এই টিপস

রুটি করার আগে মানুন এই টিপস

রুটি তৈরি করার আগে তাওয়াতে আগে কিছু নুন ছড়িয়ে দিন। গরম আঁচে সেই নুন গলে যাবার পর তবেই রুটি তৈরি করুন। এতে আপনার বাস্তু দোষ দূর হবে। রাহুর কোন দোষ থাকবে না। তবে নুনের সঙ্গে যেন অন্য কোনও মশলা মেশানো না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন।

 গরম তাওয়ায় জল ঢালবেন না

গরম তাওয়ায় জল ঢালবেন না

রুটি করার পর এমন অনেকেই রয়েছেন যারা গরম তাওয়ায় জল ঢেলে দেন , কখনোই তা করবেন না। কারণ এর যে শব্দটি বেরোয় সেই শব্দে আপনার ঘরে নেতিবাচকতার সৃষ্টি হবে। জীবনে আসবে নানান সমস্যাও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলি, এতে জীবনে আসবে সাফল্যও মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলি, এতে জীবনে আসবে সাফল্যও


English summary
in astrology follow these kitchen tips to improve your finances say astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X