For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) একঝলকে দেখে নিন ধর্মশালার অপূর্ব প্রাকৃতিক রূপ

  • |
Google Oneindia Bengali News

উত্তর ভারতে ঘোরার অভিজ্ঞতা সবসময়ই অনন্য। দিল্লি, আগ্রার মতো ঐতিহাসিক জায়গা যেমন রয়েছে তেমনই রূপের ডালি নিয়ে আপনাকে স্বাগত জানাতে সবসময় যেন এক পা বাড়িয়েই রেখেছে হিমাচল থেকে শুরু করে কাশ্মীরের প্রত্যেকটি প্রান্ত। [ছবিতে দেখে নিন লাদাখের স্বর্গীয় রূপ]

উত্তেজনাপ্রবণ কাশ্মীরে প্রতিবছরই বহু মানুষ ঘুরতে যান যেমন তেমনই বহু মানুষ সেখানে যানও না। ঝঞ্ঝাট পছন্দ করেন না যারা তাঁরা কাশ্মীরের বদলে অপূর্ব প্রাকৃতিক সুন্দর হিমাচলের নানা জায়গা বেছে নেন। সেখানে কোনও বিভ্রাটে পড়তে হয় না। নিশ্চিন্তে ঘুরে বেড়ান আর বরফ, পাহাড়, মেঘ, বৃষ্টি আর আপেল, কমলাকে সঙ্গে নিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যান। [ভারতের ৮ টি অচেনা অথচ অপূর্ব দর্শনীয় স্থান]

হিমাচলের সবচেয়ে জনপ্রিয় ও অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের সমাহার সমৃদ্ধ জায়গাগুলির মধ্যে অন্যতম হল ধর্মশালা। সেখানে পৌঁছলে বছরভরের স্ফূর্তি আর ফুরফুরে আমেজ নিয়ে ফিরতে পারবেন, এতে কোনও সন্দেহ নেই। [এবার ঘুরেই আসুন মোহময়ী গোয়ায়]

একঝলকে দেখে নিন ধর্মশালার অপূর্ব প্রাকৃতিক রূপ।

তিবেটান ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস

তিবেটান ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস

স্থানীয়রা নিজেদের হাতে এরকম নানা জিনিস তৈরি করেন।

ভাগসু জলপ্রপাত

ভাগসু জলপ্রপাত

মেঘ. কুয়াশা আর ঠান্ডা আবহাওয়ার সঙ্গে জলপ্রপাতের জলের ছিটে এসে আপনার গায়ে কাঁটা ধরিয়ে দেবে।

চামুন্ডা টেম্পল

চামুন্ডা টেম্পল

ছাদের একের পর এক সিলিংয়ে ঝোলানো রয়েছে ঘণ্টার সারি। এর আওয়াজ বহুদূর পর্যন্ত আপনি শুনতে পাবেন।

ডাল লেক

ডাল লেক

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৭৮০ ফুট উপরে অবস্থিত ধর্মশালার প্রাকৃতিক পরিবেশ এককথায় অনন্য।

ডাল লেক

ডাল লেক

কাশ্মীরের মতো এখানেও রয়েছে সুদৃশ্য ডাল লেক।

ধর্মকোট গ্রাম

ধর্মকোট গ্রাম

পাহাড়ের কোলে এই গ্রামে এলে মনে হবে স্বর্গ বোধহয় এখানেই রয়েছে।

নোরবুলিঙ্গকা ইন্সটিটিউট

নোরবুলিঙ্গকা ইন্সটিটিউট

এটি সিধপুরে অবস্থিত।

বীর

বীর

এরকম জায়গা মাঝে মাঝেই পাবেন। এখানে আপনি চাইলে প্য়ারাগ্লাইডিংও করতে পারেন।

তিবেটান ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস

তিবেটান ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস

এই সংস্থা হিমাচল সরকারের সহযোগিতায় কাজ করে।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

পাহাড়ের কোলে ধর্মশালার অত্যন্ত পরিচিত ও দর্শনীয় এই স্টেডিয়াম।

সুদৃশ্য উপত্যকা

সুদৃশ্য উপত্যকা

সবুজ আর পাহাড়ের অপূর্ব মিলনক্ষেত্র এই হিমাচল।

ওয়ার মেমোরিয়াল

ওয়ার মেমোরিয়াল

ধর্মশালার পরিচিত টুরিস্ট স্পট এটি।

সাগলাগখাঙ্গ টেম্পল

সাগলাগখাঙ্গ টেম্পল

এখানে তিব্বতীয় সংস্কৃতির প্রভাব রয়েছে প্রবলভাবে।

ত্রিউন্দ

ত্রিউন্দ

বরফে মোড়া পাহাড় আপনাকে মোহিত করে দেবে।

কারেকী লেক

কারেকী লেক

একদিকে পাহাড়, তার মাঝে মাঝে লেকের অনন্য শোভা।

সাগলাগখাঙ্গ টেম্পল

সাগলাগখাঙ্গ টেম্পল

বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ও তাঁদের সংস্কৃতি এখানকার অবিচ্ছেদ্য অংশ।

গ্যুতো মনাস্ট্রি

গ্যুতো মনাস্ট্রি

মনাস্ট্রির ভিতরে প্রবেশ করলে মন প্রশান্তিতে ভরে যাবে।

ত্রিলোকপুর টেম্পল

ত্রিলোকপুর টেম্পল

ধর্মশালায় এলে সকলেই এখানে ঘুরে যান।

English summary
Scenic Vistas of Dharamshala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X