(ছবি) এখন যাওয়া হয়ে ওঠেনি? এবার ঘুরেই আসুন মোহময়ী গোয়ায়
ছেলেমেয়ে এখন খানিকটা বড় হয়েছে। আপনিও টাকাকড়ির দিক থেকে অনেকটা সামলে নিয়েছেন নিজেকে। তাছাড়া অনেকদিন বড় কোনও ট্রিপেও যাননি বলে মনটা কেমন কেমন করছে! তাহলে আর চিন্তা না করে চোখ বন্ধ করে গোয়া ঘুরে আসুন। এর চেয়ে ভালো ট্রিপ আর কিছু হতে পারে না।
গোয়ার সংস্কৃতি ও ঐতিহ্য যেমন অনন্য তেমনই এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। ফলে প্রকৃতি ও ইতিহাস দুটোকেই একসঙ্গে ছুঁয়ে দেখতে পারবেন।
বস্তুত গোয়া আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। গোয়ার উত্তরে মহারাষ্ট্র, পূর্বে ও দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর। পর্তুগিজরাই এখানে শাসন করেছে বহুবছর। এরপর ১৯৬১ সালে ভারত সরকার গোয়াকে ভারতের অংশ করে নেয়।
কী কী দেখবেন গোয়ায়? এখানকার সমুদ্রসৈকত, উপাসনালয় এবং ঐতিহ্যবাহী স্থাপত্যগুলি বিখ্যাত। প্রতি বছর এসবের টানেই লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক গোয়ায় ভিড় জমান। একদিকে পশ্চিমঘাট পর্বতমালা অন্যদিকে মোহময়ী সমুদ্রসৈকত, সবমিলিয়ে গোয়া অনন্য গোয়ায় না গেলে স্বপ্ন অপূর্ণ থেকে যাবে।
নিচের স্লাইডগুলিতে দেখে নিন গোয়ায় সুদৃশ্য বিচ ও দর্শনীয় স্থানগুলির ছবি।

আগুয়াডা ফোর্ট
গোয়া আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য।

আরামবল বিচ
আরামবল বিচের দৃশ্য

বেনোলিম বিচ
পড়ন্ত বিকেলে সুদৃশ্য বেনোলিম বিচ

কাভেলম বিচ
শান্ত নিরিবিলি এই বিচে ঘুরলে মন ভালো হয়ে যাবে।

চাপোরা বিচ
চাপোরা বিচের অসাধারণ এরিয়াল ভিউ

চাপোরা ফোর্ট
সমুদ্রসৈকতের পাশেই এই সুন্দর ফোর্টটি রয়েছে

মহাদেব টেম্পল
গোয়ায় এলে সকলেই একবার না একবার এখানে ঘুরেই যান

মহালাসা টেম্পল
মহালাসা মন্দিরের ভিতরের দৃশ্য

মন্দোদরী টেম্পল
এখানেও আসতে হবে আপনাকে।

মানদ্রেম বিচ
এরকম আরও অনেক অাকর্ষণীয় কিছু একসঙ্গে পেয়ে যাবেন এখানে

মঙ্গেশী টেম্পল
বহু সুদৃশ্য মন্দির রয়েছে এখানে। এটি তার মধ্যেই একটি

রামনাথী টেম্পল
গোয়ার সংস্কৃতি ও ঐতিহ্য যেমন অনন্য তেমনই এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। ফলে প্রকৃতি ও ইতিহাস দুটোকেই একসঙ্গে ছুঁয়ে দেখতে পারবেন

রেইস মাগোস ফোর্ট
গোয়া আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য

সান্ত দুর্গা কালঙ্গুতকরিন টেম্পল
গোয়ার সমুদ্রসৈকত, উপাসনালয় এবং ঐতিহ্যবাহী স্থাপত্যগুলি বিখ্যাত

শান্তা দুর্গা মন্দির
শান্তা দুর্গা মন্দিরের বাইরের দৃশ্য

সিনকেরিম বিচ
এই সমুদ্রসৈকতের শোভা অনন্য। গোয়ায় এলে এখানে আসতেই হবে আপনাকে

তিরাকোল ফোর্ট
তিরাকোল ফোর্টের বাইরে তৈরি একটি ওয়ার মেমোরিয়াল

ভারকা বিচ
বৃষ্টির দিনে আরও অনন্য হয়ে ওঠে এই বিচ

কোলভা বিচ
গোয়ার খুব পরিচিত বিচ এটি

মাজোরদা বিচ
প্রতি বছর এসব বিচের টানেই লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক গোয়ায় ভিড় জমান।

মোবর বিচ
একদিকে পশ্চিমঘাট পর্বতমালা অন্যদিকে মোহময়ী সমুদ্রসৈকত, সবমিলিয়ে গোয়া অনন্য গোয়ায় না গেলে স্বপ্ন অপূর্ণ থেকে যাবে