For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) দেখে নিন ভারতের ৮ টি অচেনা অথচ অপূর্ব দর্শনীয় স্থান

  • |
Google Oneindia Bengali News

যেসকল বাঙালিরা বছরে একবার দু'বার বেড়াতে বেরোন তাদের কাছে সবচেয়ে প্রিয় গন্তব্যের স্থান হল উত্তরবঙ্গ, দার্জিলিং, দীঘা, পুরী। আরও বড় টুর হলে হয় রাজস্থান আর নাহলে হিমাচল বা কাশ্মীর। এর বাইরে আমবাঙালি খুব একটা ঘোরে না।

আরও পড়ুন : ছবিতে দেখে নিন লাদাখের স্বর্গীয় রূপ

<strong>এবার ঘুরেই আসুন মোহময়ী গোয়ায়</strong>এবার ঘুরেই আসুন মোহময়ী গোয়ায়

<strong>এই গরমে বেড়িয়ে আসুন উত্তর ভারত</strong>এই গরমে বেড়িয়ে আসুন উত্তর ভারত

আগে এটাই ছিল নিমিত্ত। তবে গ্লোবালাইজেশনের যুগে কিছুটা পরিবর্তন ঘটলেও এখনও পুরী বা দার্জিলিং যেতে বাঙালি যতোটা ভালোবাসে আর কোথাও যেতে তত ভালোবাসে না।

ইন্টারনেটের দুনিয়ায় গোটা বিশ্বটাই একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। একইসঙ্গে নিত্যনতুন টুরিস্ট স্পট বের করে বা তৈরি করেও নানা রাজ্যের সরকার ভ্রমণপিপাসুদের জন্য নয়া জায়গায় ঘোরার সুযোগ করে দিয়েছে।

সেক্ষেত্রে ভারতের এখনও অনেক জায়গাই আমরা জানি না এমন অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে অপেক্ষা করে রয়েছে। নিচের স্লাইডে দেখে নিন এমন কয়েকটি জায়গার ছবি ও সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

চক্রতা

চক্রতা

চক্রতা জায়গাটি উত্তরাখণ্ডের দেরাদুনের একটি ক্য়ান্টনমেন্ট এলাকা। যমুনা নদীর পাড়ে অবস্থিত এই শহরের নৈসর্গিক দৃশ্য মনমাতানো।

দ্রাস

দ্রাস

এই এলাকাকে লাদাখে ঢোকার প্রবেশপথ বলে অভিহিত করা হয়। এটি জম্মু ও কাশ্মীরের কার্গিল এলাকায় অবস্থিত। চারিপাশে অপরূপ শোভার মাঝে ট্রেকিং করতে পারবেন যা আলাদা রোমাঞ্চ এনে দেবে আপনাকে।

গান্ডিকোটা

গান্ডিকোটা

অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট গ্রাম গান্ডিকোটা। প্রকৃতি যেন তার সবকিছু উজার করে সাজিয়েছে এই জায়গাটিকে। জঙ্গল, উঁচুনিচু পথ, নদী সবই পাবেন একসঙ্গে।

বংবং জলপ্রপাত

বংবং জলপ্রপাত

অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার এই জলপ্রপাত খুব জনপ্রিয় ও সেখানকার নৈসর্গিক দৃশ্য অসাধারণ।

রোহরু

রোহরু

রোহরু অবস্থিত হিমাচল প্রদেশে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫২৫ মিটার উচ্চতায় অবস্থিত রোহরু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনন্য। একটিকে পাহাড়. তার পাশ দিয়েই বয়ে চলেছে পাব্বর নদী, গাছে ঠাসা ঝুলছে লাল আপেল, এককথায় অসাধারণ।

শীযূ গুহা

শীযূ গুহা

মেঘালয়ে অবস্থিত এই গুহার শোভা অনন্য। স্ট্যাটাগটাইট ও স্ট্যালাগমাইটে ভর্তি এই গুহা ভারতের অন্যতম বিচিত্র গুহা।

সিমলিপাল

সিমলিপাল

ওড়িশার খুব পরিচিত ন্যাশনাল পার্ক ও ব্যাঘ্র অভয়ারণ্য এটি। জোরান্ডা, বারেহিপানি নামে দুটি অপরূপ ঝরনা রয়েছে। এছাড়াও এর জঙ্গলে রয়েছে হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, বুনো হাতি ও আরও কত পশুপাখি।

বেইপুর

বেইপুর

কেরলের কালিকূট শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত বেইপুর। একসময় আরব ও ইউরোপের দেশগুলিতে জলপথে বাণিজ্য়ের জন্য এর বন্দর ব্যবহৃত হতো। বেইপুর বন্দর কোচির পরই কেরলের বৃহত্তম বন্দর।

English summary
8 Unexplored Tourist Places in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X