For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরিস্থিতিতে সিরিয়ালের শ্যুটিং কীভাবে চলছে টালিগঞ্জে!

করোনা পরিস্থিতিতে সিরিয়ালের শ্যুটিং কীভাবে চলছে টালিগঞ্জে!

Google Oneindia Bengali News

বাংলার টেলিভিশনে সিরিয়ালের শ্যুটিং আবার শুরু হয়েছে। ফের একবার টলি পাড়ায় হইচই। তবে করোনার আগে পর্যন্ত যা পরিস্থিতি ছিল, এরপর করোনা পরবর্তী সময়ে যা পরিস্থিতি, তাতে শ্যুটিং এর ধরন আর একরকম নেই।

করোনা পরিস্থিতিতে সিরিয়ালের শ্যুটিং কীভাবে চলছে টালিগঞ্জে!

টালিগঞ্জে বর্তমানে পিপিই পরে শ্যুটিং করছেন অভিনেতা অভিনেত্রীরা। গত ১১ জুন থেকে শুরু হয়েছে টালিগঞ্জের শ্যুটিং। ৮০ দিন টানা শ্যুটিং বন্ধ থাকায় কলাকুশলী থেকে টেকনিশিয়ান , সকলেই সমস্যায় পড়েন। এরপর শ্যুটিং শুরু হতেই দেখা যাচ্ছে বিভিন্ন সিরিয়ালে মাস্ক পরেই কখনও কখনও দৃশ্যের শ্যুটিং করছেন কলাকুশলীরা।

কলাকুশলীরাই শুধু নন, টালিগঞ্জের মেক আপ আর্টিস্টরাও সাবধানতা অবলম্বন করছেন। সেখানে তাঁরাও পিপিই পরেই মেকআপ করছেন।এদিকে, আগে যেভাবে সিরিয়ালের শিল্পী থেকে টেকনিশিয়নদের খাবারের ব্যবস্থা হত সেট-এ , তা একন হচ্ছে না। এখন সেট-এ থাকা সকলেই বাড়ি ঠেকে রান্না করা খাবার আনছেন। জানা গিয়েছে, শ্যুটিং ফ্লোন প্রতি ঘণ্টায় স্যানিটাইজ করা হয়েছে। এদিকে, করোনা পরিস্থিতিতে লকডাউনও চলছে। তাই নির্দিষ্ট সময়ে মধ্যে শ্যুটিং শেষ করা হচ্ছে।

English summary
Post Covid television actors in Bengal getting used to ' New Normal'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X