For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে খুনি মুখ্যমন্ত্রীর তকমা মুকুলের, বুদ্ধদেবের মতো তাঁর শাড়িতেও রক্তের দাগ

মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনি মুখ্যমন্ত্রী বলে তোপ দাগলেন মুকুল রায়। তিনি বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের ধুতিতে যেভাবে নন্দীগ্রাম-কাণ্ডে রক্তের দাগ লেগেছিল

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনি মুখ্যমন্ত্রী বলে তোপ দাগলেন মুকুল রায়। বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে তাঁর বিস্ফোরক মন্তব্য, বুদ্ধদেব ভট্টাচার্যের ধুতিতে যেভাবে নন্দীগ্রাম-কাণ্ডে রক্তের দাগ লেগেছিল, ন্যাজোট-কাণ্ড মমতার সাদা শাড়িতেও রক্ত ছিটিয়ে দিয়েছে। তাই মমতাকেও খুনি মুখ্যমন্ত্রী বলা যায়। তাঁর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার দরকার।

মমতা উসকানি তত্ত্ব

মমতা উসকানি তত্ত্ব

বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, মমতা উসকানিতে পরিকল্পিতভাবে সন্দেশখালীর ন্যাজোটে বিজেপি কর্মীদের হত্যা করা হয়েছে। এটা পরিকল্পিত খুন। এখনও নিখোঁজ বেশ কয়েকজন বিজেপিকর্মী। শেখ শাহজাহান নেতৃত্বে এই পরিকল্পিত হামলা চলেছে বলে তাঁর দাবি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উসকানিতেই এই হামলা করা হয়েছে।

খনি মুখ্যমন্ত্রী মমতা!

খনি মুখ্যমন্ত্রী মমতা!

নন্দীগ্রাম কাণ্ডের পর বুদ্ধদেব ভট্টাচার্যকে খুনি মুখ্যমন্ত্রী তকমা দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সাদা ধুতিতে রক্তের দাগ লেগেছে বলেও কটাক্ষ করেছিলেন। এখন একই কথা প্রযোজ্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। তিনিও এখন খুনি মুখ্যমন্ত্রী। এবং তাঁর শাড়িতেও রক্তের ছিটে লেগে গিয়েছে।

এনআইএ তদন্ত দাবি

এনআইএ তদন্ত দাবি

মুকুল রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিতভাবে রিপোর্ট দেওয়ার পর ইতিমধ্যেই অ্যাডভাইসারি নোটিশ পাঠিয়েছে রাজ্যকে। রাজ্যও কড়া জবাব দিয়েছে। এদিন মুকুল রায় এই ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করলেই প্রকৃত সত্য সমনে চলে আসবে।

English summary
Mukul Roy demands Mamata Banerjee is murderer as CM like Budhadev. He criticizes Mamata Banerjee on Sandeshkhali violence like Nandigram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X