For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও এক দুর্নীতি ফাঁস এই মাসেই! পঞ্চায়েতের লক্ষ্যে দলীয় কর্মীদের লড়াইয়ের পথ ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারী

সামনেই পঞ্চায়েত নির্বাচন। জেলায় জেলায় সভা করে দলের নেতা-কর্মীদের মনোবল বাড়িয়ে সংগঠন জোরদার করার পরিকল্পনায় রাজ্য বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ায় সেরকমই এক সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিরোধ

  • |
Google Oneindia Bengali News

সামনেই পঞ্চায়েত নির্বাচন। জেলায় জেলায় সভা করে দলের নেতা-কর্মীদের মনোবল বাড়িয়ে সংগঠন জোরদার করার পরিকল্পনায় রাজ্য বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ায় সেরকমই এক সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা।

তাঁর চাপেই যে বিভিন্ন প্রকল্পের কাজের পর্যবেক্ষণে কেন্দ্রীয় দল আসছে, সেই কথাও আরও একবার স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী।

পা ধুইয়ে জল খাওয়াবো

পা ধুইয়ে জল খাওয়াবো

শনিবার উত্তর ২৪ পরগনার নীলগঞ্জে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিজেপির মণ্ডল সভাপতি সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ তোলেন। সেই সময় শাসকদলের এক কর্মী তাঁকে চড় মারেন। যদিও যে ব্যক্তি চড় মেরেছেন, তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত নয় বলে দাবি, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের।
এই ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপির সরকার হবে, আর এই ভিডিও হারিয়ে যাবেন না। তৃণমূলের যে নেতা প্রতিবাদী যুবকের গালে ছড় মেরেছেন, তার দুই হাত গিয়ে ওই যুবকের পা ধুইয়ে জল খাওয়ানো হবে।

সব হিসেব নেব

সব হিসেব নেব

শুভেন্দু অধিকারী বলেছেন, সব হিসেব নেওয়া হবে। তাঁর চাপেই যে রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের পর্যবেক্ষণে কেন্দ্রীয় দল আসছে, তা আরও একবার স্পষ্ট করে দেন। তিনি বলেন, কেমন নাচাচ্ছি দেখছেন না! হরিণঘাটার সভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়ক জাকির হোসেন এবং কলকাতা পুরসভার কাউন্সিলর আমিরুদ্দিন ববির বাড়িতে আয়কর দফতরের তল্লাশির কথা উল্লেখ করে বলেছেন, এদের মতো যারা মাল ঢুকিয়ে রেখেছে, সবার মাল বের করা হবে। তিনি বলেন, আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক হতেই, ডিসেম্বর পর্যন্ত চারলক্ষ নয় হাজার জব কার্ড ভুয়ো বেরিয়েছে। কোভিডের সময় নয় কোটি কেজি চাল চুরি হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। কোভিডের সময় চাল, আলুর সঙ্গে স্যানিটাইজার দেওয়া হয়েছিল। সব দিয়েছিল ভাইপোর লোকেরা, সব বের করা হচ্ছে, বলেছেন তিনি।

আরও এক দুর্নীতির অভিযোগ, নাম না করে অভিষেককে নিশানা

আরও এক দুর্নীতির অভিযোগ, নাম না করে অভিষেককে নিশানা

শুভেন্দু অধিকারী নদিয়ায় নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন, বিশ্ব বাংলা কর্পোরেশন লিমিটেড টেন্ডার না করে স্কুল ব্যাগ, স্কুল ইউনিফর্ম, বাচ্চাদের স্কুলের জুতো টেন্ডার ছাড়াই তাকে দিয়ে কেনানো হয়েছে। কারা-কারা ডিরেক্টর রয়েছে, গত তিন বছরে কী কী লুট করেছে সব তথ্য তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই মাসেই বের করা হবে বলে জানিয়েছেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেছেন, সবে চার হাজার চাকরি গিয়েছে। সামনের মাসগুলিকে এই তালিকা আরও দীর্ঘ হবে। গান্ধী মূর্তির পাদদেশ থেকে কালীঘাট পর্যন্ত লাইন পড়বে আর স্লোগান উঠবে, ঘুষের টাকা ফের দাও।

কীভাবে পঞ্চায়েতের লড়াই

কীভাবে পঞ্চায়েতের লড়াই

শুভেন্দু অধিকারী বলেছেন, আগে ওবিসি সংরক্ষণের বিষয়টি ঠিক করতে হবে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। মনোনয়ন জমা দেওয়ার সময় বিডিও অফিসে আটকালে এসডিও অফিস, এসডিও অফিসে আটকালে জেলাশাসকের অফিস আর সেখানে আটকালে রাজ্য নির্বাচন দফতরে মনোনয়ন জমা দেওয়া হবে। তিনি দাবি তোলেন ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী চাই। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গণনা একসঙ্গে করার দাবিও এদিন তুলেছেন। গ্রাম পঞ্চায়েতের গণনার সময় এজেন্টদের মেরে তাড়িয়ে দেওয়া মেনে নেওয়া হবে না, বলেছেন বিরোধী দলনেতা। নিতি স্পষ্ট জানিয়ে দেন এবার ছাড়া হবে না।

Weather News: মকর সংক্রান্তির সকালে মেঘলা আকাশ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসWeather News: মকর সংক্রান্তির সকালে মেঘলা আকাশ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

English summary
How o face TMC for Panchayat election, Suvendu Adhikari says party leaders and workers in Nadia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X