For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত ভোটের আগে সুখবর মমতার সরকারের, নতুন পদে ১০ হাজার কর্মসংস্থান

জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করে যেমন উন্নয়নের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভার বৈঠকে।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটের আগে একের পর এক সুখবর দিয়েই চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করে যেমন উন্নয়নের বার্তা দিচ্ছেন তিনি, তাঁর সরকার একইভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতেও তৎপর। আর এরই মধ্যে শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভার বৈঠকে।

পঞ্চায়েত ভোটের আগে সুখবর মমতার সরকারের, নতুন পদে ১০ হাজার কর্মসংস্থান

[আরও পড়ুন:শিক্ষকদের অনুশাসনে বাঁধল সরকার, খোলা হল মুখের 'তালা'! জারি নয়া আচরণবিধি ][আরও পড়ুন:শিক্ষকদের অনুশাসনে বাঁধল সরকার, খোলা হল মুখের 'তালা'! জারি নয়া আচরণবিধি ]

শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যের শূন্যপদে নিয়োগের ব্যাপারে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাজ্য সরকারের বিভিন্ন পদে দ্রুত নিয়োগ করার কথা জানানো হয়েছে। এর ফলে পঞ্চায়েত ভোটের আগে ভাগ্য খুলতে পারে চাকররিপ্রার্থীদের।

এদিনের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১০ হাজার শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে শীঘ্রই। সেইসঙ্গে নতুন পদ সৃষ্টির কথাও বলা হয়েছে বৈঠকে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৩৬৭৩টি নতুন পদ সৃষ্টি করে কর্মী নিয়োগ করা হবে। সিদ্ধান্ত হয়েছে ৫৩০০ জন কনস্টেবল ও ৮০০ সাব ইন্সপেক্টর নিয়োগ করবে রাজ্য। সেইসঙ্গে র‍্যাফ-এ প্রায় তিন হাজার শূন্যপদ পূরণ করা হবে।

[আরও পড়ুন:মায়ের মতো মমতা! শামি-কাণ্ডে অধিকারের লড়াইয়ে 'ভরসা' পেয়ে খুশি হাসিন][আরও পড়ুন:মায়ের মতো মমতা! শামি-কাণ্ডে অধিকারের লড়াইয়ে 'ভরসা' পেয়ে খুশি হাসিন]

একইসঙ্গে এদিন আলিপুরদুয়ারে পাঁচ হাজার পরিবারকে পাট্টা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তও গ্রহণ করা হয়। শিশু কল্যাণ দফতরের আধিকারিক-কর্মীদের জন্য সুখবর বয়ে এনেছে এদিনের মন্ত্রিসভার বৈঠক। এই দফতরের আধিকারিকদের বেতন বাড়ানো হয়েছে পাঁচ হাজার ও সদস্যদের বেতনবৃদ্ধি হয়েছে ১ হাজার টাকা।

[আরও পড়ুন:অস্তিত্ব রক্ষায় 'হিন্দুত্বের পথে' মমতা ! দিলীপের রামনবমী খোঁচায় বিদ্ধ বাংলার মুখ্যমন্ত্রী][আরও পড়ুন:অস্তিত্ব রক্ষায় 'হিন্দুত্বের পথে' মমতা ! দিলীপের রামনবমী খোঁচায় বিদ্ধ বাংলার মুখ্যমন্ত্রী]

English summary
Mamata Banerjee decides of 10 thousands employment before panchayat election. Immediately the notice will be issued
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X