For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্তিত্ব রক্ষায় ‘হিন্দুত্বের পথে’ মমতা ! দিলীপের রামনবমী খোঁচায় বিদ্ধ বাংলার মুখ্যমন্ত্রী

তৃণমূলের মনে হয়েছে রামনবমী পালন করে বিজেপি রাজ্যের সব ভোট নিয়ে নেবে। তাই সব ছেড়ে এখন রামনবমী পালনে নেমেছে তৃণমূল।

Google Oneindia Bengali News

বিজেপি-ভীতিতে তৃণমূল কাঁপতে শুরু করেছে বলে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বিধানসভায় বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'বিজেপির ত্রিপুরা-জয়ের পর বাংলার শাসক দলের রাতের ঘুম চলে গিয়েছে। তৃণমূলের মনে হয়েছে রামনবমী পালন করে বিজেপি রাজ্যের সব ভোট নিয়ে নেবে। তাই সব ছেড়ে এখন রামনবমী পালনে নেমেছে তৃণমূল।'

অস্তিত্ব রক্ষায় ‘হিন্দুত্বের পথে’ মমতা ! দিলীপের রামনবমী খোঁচায় বিদ্ধ বাংলার মুখ্যমন্ত্রী

[আরও পড়ুন: তবে কি ভেস্তে গেল মান্নান-সুজন সমীকরণ! লড়াইয়ের মাঝেও 'অন্য কথা' সিপিএম বিধায়কের][আরও পড়ুন: তবে কি ভেস্তে গেল মান্নান-সুজন সমীকরণ! লড়াইয়ের মাঝেও 'অন্য কথা' সিপিএম বিধায়কের]

এদিন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে খোঁচা দেন, 'এতদিন মহরম আর ইদ পালন করেছেন মুখ্যমন্ত্রী। এবার ঠেলায় পড়ে রামনবমী পালন করতে রাস্তায় নামছেন! আসলে অস্তিত্বরক্ষার জন্যই কৌশল বদল তৃণমূলের। আমাদের মুখ্যমন্ত্রীর এই ভোলবদল সবাই ধরে ফেলেছে। এখন মহরম-ইদ ছেড়ে রামনবমী পালনে ব্যস্ত হয়ে পড়েছেন দিদি। আমাদের মুখ্যমন্ত্রীর এই ভোলবদল সবাই ধরে ফেলেছে।'

অস্তিত্ব রক্ষায় ‘হিন্দুত্বের পথে’ মমতা ! দিলীপের রামনবমী খোঁচায় বিদ্ধ বাংলার মুখ্যমন্ত্রী

অস্তিত্ব রক্ষায় ‘হিন্দুত্বের পথে’ মমতা ! দিলীপের রামনবমী খোঁচায় বিদ্ধ বাংলার মুখ্যমন্ত্রী

[আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে টার্গেট দিল্লির মসনদ! মোদীকে হটাতে সেমিফাইনালের তালিম তৃণমূলের][আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে টার্গেট দিল্লির মসনদ! মোদীকে হটাতে সেমিফাইনালের তালিম তৃণমূলের]

এরপরই তিনি বলেন, 'রাজ্যের মানুষ তৃণমূলের হাল বুঝতে পারছে। যাঁরা ঠেলায় পড়ে এমন ধরনের সিদ্ধান্ত নেয়, মানুষ তাঁদের সঙ্গে থাকে না।' তাই মুখ্যমন্ত্রীর এই রামনবমী কৌশল তাঁদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে বলে দাবি দিলীপবাবুর। তাঁর কথায়, 'রাজ্যের মানুষ এখন মনেপ্রাণে চাইছেন বিজেপিকে। পরিস্থিতি সেদিকেই এগিয়ে চলেছে। কিছুতেই এই প্রবণতা থেকে মানুষকে নিজেদের পক্ষে নিয়ে যেতে পারবেন না মুখ্যমন্ত্রী।'

English summary
BJP state president Dilip Ghosh criticizes CM Mamata Banerjee on Ramnavami issue. He says that TMC is suffered for existence problem,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X