For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মায়ের মতো মমতা! শামি-কাণ্ডে অধিকারের লড়াইয়ে ‘ভরসা’ পেয়ে খুশি হাসিন

ভারতীয় ক্রিকেট দলের স্পিডস্টার মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন তাঁর স্ত্রী হাসিন জাহান।

Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের স্পিডস্টার মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন তাঁর স্ত্রী হাসিন জাহান। শুক্রবার বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎপর্বের পর হাসিন বলেন, 'মুখ্যমন্ত্রী তাঁর সমস্ত কথা মন দিয়ে শুনেছেন, তাঁকে আশ্বাস দিয়েছেন। তিনি খুশি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।'

মায়ের মতো মমতা! শামি-কাণ্ডে অধিকারের লড়াইয়ে ‘ভরসা’ পেয়ে খুশি হাসিন

[আরও পড়ুন: অস্তিত্ব রক্ষায় 'হিন্দুত্বের পথে' মমতা ! দিলীপের রামনবমী খোঁচায় বিদ্ধ বাংলার মুখ্যমন্ত্রী][আরও পড়ুন: অস্তিত্ব রক্ষায় 'হিন্দুত্বের পথে' মমতা ! দিলীপের রামনবমী খোঁচায় বিদ্ধ বাংলার মুখ্যমন্ত্রী]

সোমবার আদালতে জবানবন্দি দিয়ে সটান মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছে গিয়েছিলেন হাসিন। তিনি মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। হাসিনের সেই আর্জি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সময় দিয়েছিলেন দেখা করার জন্য। সেইমতোই বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন দেখা করেন, তাঁর অভিযোগ বিস্তারিত জানান মুখ্যমন্ত্রীকে।

হাসিন এরপর জানান, 'মুখ্যমন্ত্রী তাঁর এত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞ। তিনি আমার সমস্ত কথাই মন দিয়ে শুনেছেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, আমি এতেই খুশি।' তিনি বলেন, 'আমার পাশে কেউ নেই। মুখ্যমন্ত্রী আমার মায়ের মতো। তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন, তাতেই আমি অনেক ভরসা পাচ্ছি।'

এদিনই শামিকে গড়াপেটা-কাণ্ডে ক্লিনচিট দিয়েছে বোর্ড। তাঁর আইপিএল খেলতেও কোনও বাধা নেই। এ প্রসঙ্গে হাসিন বলেন, 'আমি গড়াপেটা নিয়ে কোনও অভিযোগ করিনি শামির বিরুদ্ধে। তাই এ ব্যাপারে আমার কোনও বক্তব্যও নেই। আমার প্রতি অবিচার করা হয়েছে। একজন স্বামী হয়ে যে কর্তব্য পালন করার কথা ছিল তা করেনি শামি, উল্টে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছে, আমার উপর নির্যাতন চালিয়েছে। আমি তার বিচার চাইছি।' এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শামি-কাণ্ড অন্য মাত্রা পেতে চলেছে।

[আরও পড়ুন: তবে কি ভেস্তে গেল মান্নান-সুজন সমীকরণ! লড়াইয়ের মাঝেও 'অন্য কথা' সিপিএম বিধায়কের][আরও পড়ুন: তবে কি ভেস্তে গেল মান্নান-সুজন সমীকরণ! লড়াইয়ের মাঝেও 'অন্য কথা' সিপিএম বিধায়কের]

উল্লেখ্য, ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামির বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনে প্রশাসনের দ্বারস্থ হন তাঁর স্ত্রী হাসিন। তিনি একাধিক মহিলার সঙ্গে শামির সম্পর্কের অভিযোগ করেন। এমনকী শামির দাদার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগও আনেন হাসিন। তাঁর লড়াইয়ে হাসিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চেয়েছিলেন।

English summary
Hasin Jahan meets with CM Mamata Banerjee at assembly of West Bengal. CM Mamata Banerjee gives assurance message to Hasin Jahan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X