For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষকদের অনুশাসনে বাঁধল সরকার, খোলা হল মুখের ‘তালা’! জারি নয়া আচরণবিধি

জলপাইগুড়ির প্রশ্ন জালিয়াতি-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে শিক্ষকদের শৃঙ্খলাবিধি কড়া অনুশাসনে বাঁধল স্কুল শিক্ষা দফতর। তবে কথা বলার উপর বিধিনিষেধ তুলে নেওয়া হল।

Google Oneindia Bengali News

জলপাইগুড়ির প্রশ্ন জালিয়াতি-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে শিক্ষকদের শৃঙ্খলাবিধি কড়া অনুশাসনে বাঁধল স্কুল শিক্ষা দফতর। প্রাইভেট টিউশন বন্ধ থেকে শুরু করে একাধিক গাইডলাইন দেওয়া হল শিক্ষকদের। জারি হওয়া নয়া আচরণবিধি মেনেই কাজ করতে হবে বলে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সেইসঙ্গে মাধ্যমিকের প্রশ্ন জালিয়াতিকাণ্ডে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিল শিক্ষা দফতর।

শিক্ষকদের অনুশাসনে বাঁধল সরকার, খোলা হল মুখের ‘তালা’! জারি নয়া আচরণবিধি

[আরও পড়ুন:মাধ্যমিকের প্রশ্ন-জালিয়াতিকাণ্ডে শাস্তির মুখে প্রধান শিক্ষক! চাপ বাড়ল সহকারীর এফআইআর-এ][আরও পড়ুন:মাধ্যমিকের প্রশ্ন-জালিয়াতিকাণ্ডে শাস্তির মুখে প্রধান শিক্ষক! চাপ বাড়ল সহকারীর এফআইআর-এ]

এদিন স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়, প্রাইভেট টিউশন করতে পারবেন না শিক্ষকরা। স্কুলে তাস খেলা যাবে না। ধূমপান করা যাবে না। অন্য কোনও নেশাও করা যাবে না। ক্লাস চলাকালীন স্কুলের বাইরেও এই বিধি শিক্ষকদের ক্ষেত্রে আরোপ থাকবে। আর এই অভিযোগ প্রমাণ হলেও শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নতুন অনেক বিধি আরোপ হয়েছে ঠিকই, তবে এর পাশাপাশি শিক্ষকদের কথা বলার উপর থেকে লাগাম তুলে নেওয়া হয়েছে এদিন। নয়া আচরণবিধিতে বলা আছে- সরকারের বিরুদ্ধেও তাঁরা প্রয়োজন হলে মিডিয়ার সামনে কথা বলতে পারে। কোনও বিধিনিষেধ থাকছে না এ ক্ষেত্রে।

নয়া আচরণবিধিতে বলা হয়েছে- স্কুল, দেশ ও জাতির প্রতি সম্মান রেখে চলতে হবে শিক্ষকদের। নেশা করা যাবে না। ব্যবসার সঙ্গ যুক্ত থাকা যাবে না। প্রাইভেট টিউশন করা যাবে না। নির্বাচনে অংশ নিতে হলে অনুমতি নিতে হবে। সম্পত্তির হিসেব দাখিল করতে হবে। অভিভাবকদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকতে হবে। ছাত্রছাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

এছাড়া ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক কোনও আঘাত করা যাবে না। স্কুল ও স্কুলের বাইরে ভালো পরিবেশ বজায় রাখতে হবে। কোনও বিশৃঙ্খলায় পড়ুয়াদের প্ররোচনা দেওয়া যাবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার দায়িত্ব নিতে হবে। উত্তরপত্র মূল্যায়ন ও পরীক্ষাহলে পরীক্ষাকের সঠিক দায়িত্ব মেনে কাজ করতে হবে।

English summary
The New Code of Conduct has been issued by the school education department for teachers. State government issues this code of conduct after question controversy,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X