For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে টিকাকরণের চেয়ে সারা বিশ্বে বেশি ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে, রাষ্ট্রপুঞ্জকে জানাল ভারত

দেশে টিকাকরণের চেয়ে সারা বিশ্বে বেশি ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে

Google Oneindia Bengali News

দেশবাসীকে টিকাকরণ করানোর চেয়ে বেশি সংখ্যক কোভিড–১৯ ভ্যাকসিন বিশ্বজুড়ে সরবরাহ করছে ভারত। রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে জানিয়েছে ভারত এবং ভ্যাকসিনের বৈষম্য বিশ্বজুড়ে চলা সংকল্পকে ব্যাহত করবে যার প্রভাব পড়বে বিশ্বের দরিদ্রতম দেশগুলির ওপর, সতর্ক করা হয়েছে ভারতের পক্ষ থেকে।

ভ্যাকসিন বিতরণ নিয়ে মোকাবিলা

ভ্যাকসিন বিতরণ নিয়ে মোকাবিলা

প্রসঙ্গত, ভারত রাষ্ট্রপুঞ্জের ১৮০ টিরও বেশি সদস্য রাষ্ট্রের সমর্থন অর্জনকারী 'কোভিড-১৯ ভ্যাকসিন ইক্যুয়েবল গ্লোবাল অ্যাক্সেস সম্পর্কিত রাজনৈতিক ঘোষণাপত্র' এর অন্যতম সূচনা করে। ভারতের পক্ষ থেকে রাষ্ট্রপুঞ্জের অ্যাম্বাসাডারের ডেপুটি স্থায়ী প্রতিনিধি কে নাগরাজ নাইডু শুক্রবার জেনারেল অ্যাসেম্বলি ইনফর্ম বৈঠকে জানান যে যখন বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি ছড়িয়ে পড়েছিল, তখন বিশ্বের বৈজ্ঞানিক মহল ২০২১ সালে বহু ভ্যাকসিনের বিকল্প এনে ইতিবাচক বছরের নতুন বছরের সূচনা করেছিল। নাইডু বলেন, '‌ভ্যাকসিন চ্যালেঞ্জ সমাধান হওয়ার পরেও এখন আমরা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রাপ্যতা, উপলব্ধতা, সাশ্রয়যোগ্যতা এবং বিতরণ নিশ্চিত করার সঙ্গে মোকাবিলা করছি। ভ্যাকসিনের উপলব্ধতায় বৈশ্বিক সহযোগিতা এবং বৈষম্যের অভাব সবচেয়ে বেশি দরিদ্রতম দেশগুলিকে প্রভাবিত করবে।'‌

 ভারত টিকা সরবরাহে নজির গড়েছে

ভারত টিকা সরবরাহে নজির গড়েছে

করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে ভারত শীর্ষে ছিল। নাইডু জানিয়েছেন ভারত শুধু তার ৩০ কোটি ফ্রন্টালাইন কর্মীকে পরবর্তী ৬ মাসের মধ্যে টিকাকরণের পাশাপাশি ৭০টি দেশকে করোনার টিকা সরবরাহের কাজও চালিয়ে যাচ্ছে। নাইডু বলেন, '‌আসলে আমরা নিজেদের দেশের মানুষকে টিকাকরণ করানোর চেয়ে বেশি করোনা ভ্যাকসিন সরবরাহ করেছি বিশ্বজুড়ে।'‌

 ভারতে ভ্যাকসিন তৈরি হয়েছে

ভারতে ভ্যাকসিন তৈরি হয়েছে

নাইডু জানান, দেশীয় পদ্ধতিতে বিকশিত কোভ্যাকসিন সহ ভারতের দু'‌টি ভ্যাকসিনতে ইতিমধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে। আরও ৩০টি ভ্যাকসিন প্রার্থী ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে। অন্যদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুত হচ্ছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে এবং এখান থেকেই সরবরাহ হচ্ছে।

 ভ্যাকসিন সরবরাহে অসমতা

ভ্যাকসিন সরবরাহে অসমতা

তবে আন্তর্জাতিক চুক্তি ও উদ্যোগ থাকা সত্ত্বেও বিশ্বজুড়ে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহে অসমতা দেখা গিয়েছে, যা বেশ উদ্বেগের বিষয় বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। শুক্রবারই হু-এর পক্ষ থেকে জানা যায় যে এখনও ৩৬টি দেশে ভ্যাকসিন ডোজ পৌঁছায়নি। নাইডু জানিয়েছেন মহামারি হ্রাস করার জন্য ভ্যাকসিন বিতরণে সমতা ও ন্যায়সঙ্গতভাবে তা দেশে দেশে পৌঁছে দেওয়ার ওপর মনোযোগ দিতে হবে।

মমতা-বিজেপি নেতার অডিও বিতর্কে উত্তাল রাজ্য! রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছেন মমতা, তোপ শুভেন্দুর মমতা-বিজেপি নেতার অডিও বিতর্কে উত্তাল রাজ্য! রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছেন মমতা, তোপ শুভেন্দুর

English summary
India has supplied more vaccines globally to its own people vaccinations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X