For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন

  • |
Google Oneindia Bengali News

বালি, ২৬ অক্টোবর : ইন্টারপোলের হাতে ধরা পড়ল আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন। প্রায় দুই দশক ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানোর পরে অবশেষে গ্রেফতার ছোটা রাজন। [মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী]

ভারতে বিশেষ করে মুম্বইয়ে একাধিক খুন, বেইআইনি অস্ত্র রাখা ও সরবরাহ ও নানা ধরনের অপরাধের মূল পান্ডা রাজনকে ইন্দোনেশিয়া থেকে রবিবার গ্রেফতার করা হয়েছে। [উচ্চ শিক্ষিত ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি]

ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন

অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিমানে ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছলে সেখানে রাজনকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে সংবাদসংস্থা এএফপি সূত্রে। ['ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য]

বছর ৫৫-র ছোটা রাজন ১৯৯৫ সাল থেকে এদেশের পলাতক আসামীদের তালিকায় একেবারে প্রথমের সারিতে রয়েছে। বালি পুলিশের তরফে জানানো হয়েছে, ক্য়ানবেরার পুলিশের তরফে রাজনের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। [করাচিতেই বহালে দাউদ, জেনে নিন ঠিকানাও]

ইন্দোনেশিয়ার পুলিশ আরও জানিয়েছে, রেড নোটিশ থাকা সেই ব্যক্তিকে রবিবার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তি ভারতে প্রায় ১৫-২০টি খুনের ঘটনায় জড়িত এমনটাই খবর ছিল পুলিশের কাছে। [২৬/১১ মুম্বই হামলায় জঙ্গি প্রশিক্ষণ হয়েছিল কোথায়]

আপাতত ইন্দোনেশিয়ার পুলিশ ইন্টারপোল ও ভারতীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ চেষ্টা করছে। অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র'-এর তরফেও ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। [মুম্বইয়ের কোন কোন জায়গা কেঁপে উঠেছিল ১৯৯৩ সালের বিস্ফোরণে]

অন্যদিকে অস্ট্রেলীয় পুলিশের তরফে জানা গিয়েছে, ছোটা রাজন অন্য নামে কিছুদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছিল। আপাতত এর বেশি কিছু জানা যায়নি। [ঠিক কীভাবে ২৬/১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]

English summary
Underworld don Chhota Rajan arrested in Bali, Indonesia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X