For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরান প্রশাসনের উপর সন্ত্রাসবাদে আর্থিক মদত ঘিরে সংকট জোরদার! কী ঘটতে চলেছে FATF-এ

ইমরান- প্রশাসনের উপর সন্ত্রাসবাদে আর্থিক মদত ঘিরে সংকট জোরদার! কী ঘটতে চলেছে FATF-এ

  • |
Google Oneindia Bengali News

সন্ত্রাসে আর্থিক মদত ঘিরে পাকিস্তান ফের ' পুরনো' বিপাকের জায়গাতেই রয়েছে। আর সেই তথ্য আরো একবার স্পষ্ট হয়ে গেল 'খালিজ টাইমস' এর সাম্প্রতিক একটি প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসে আর্থিক মদত ঘিরে FATF-এর তালিকা থেকে এখনই বেরিয়ে যেতে পারছে না।

মুখ পুড়তে চলেছে পাকিস্তানের!

মুখ পুড়তে চলেছে পাকিস্তানের!

আপাতত তো নয়ই, আগামী ৬ মাসের মধ্যেও কোনও মতেই FATF-এর ধূসর তালিকা থেকে বেরিয়ে যেতে পারবে না। এর আগে, এই তালিকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা করতে থাকে পাকিস্তান। তবে সন্ত্রাসে আর্থিক মদতের জন্য FATF-এর ধূসর তালিকায় একবার ঢুকে পড়া পাকিস্তান আপাতত নিষ্কৃতী পাচ্ছে না বলেই জাানা গিয়েছে।

পাকিস্তান কোন ছকে এগিয়ে যাচ্ছিল?

পাকিস্তান কোন ছকে এগিয়ে যাচ্ছিল?

কূটনৈতিক সূত্রের ধারণা ছিল, চিনে আয়োজিত FATF-এর সাম্প্রতিক বৈঠক ঘিরে ধূসর তালিকার বাইরে যাওয়ার স্বপ্ন দেখছিল পাকিস্তান। আর সেই মর্মে তারা মার্কিন মুলুকের কাছে মরিয়া দরবারও করে। তবে তাতে যে লাভের লাাভ একদমই হয়নি , তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে।

পাকিস্তান কী ভেবে রেখেছে FATF থেকে মুক্তির বিষয়ে ?

পাকিস্তান কী ভেবে রেখেছে FATF থেকে মুক্তির বিষয়ে ?

পাকিস্তানের তরফে সেদেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির আশা ছিল ফেব্রুয়ারি মাসে FATF-এর ধূসর তালিকা থেকে পাকিস্তান বেরিয়ে আসবে। আর তাতে সাহায্য করবে ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই কারণেই দাভোসে 'ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম' এর পাশাপাশি একটি আলাদা বৈঠকে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জগনের মন্ত্রিসভায় পাস বিধান পরিষদ ভেঙে ফেলার খসড়া বিল জগনের মন্ত্রিসভায় পাস বিধান পরিষদ ভেঙে ফেলার খসড়া বিল

English summary
Pakistan may stay on FATF Grey List for 6 more monthsMuzaffar .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X