For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোষ চুরির অভিযোগ! যোগী রাজ্যে গণপিটুনিতে মৃত্যু শাহরুখের

মোষ চুরির অভিযোগে, এক যুবককে পিটিয়ে মারল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলির ভোলাপুর হিন্দোলিয়া গ্রামে।

  • |
Google Oneindia Bengali News

মোষ চুরির অভিযোগে, এক যুবককে পিটিয়ে মারল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলির ভোলাপুর হিন্দোলিয়া গ্রামে। পুলিশের দেওয়া বয়ান অনুযায়ী, গ্রামবাসীরা তাদের জানিয়েছেন, শাহরুখ খান নামে এক যুবক ও তার তিন বন্ধু মোষ চুরির চেষ্টা চালাচ্ছিল। দিন কয়েক আগেই ওই যুবক দুবাই থেকে বাড়ি ফিরেছিল বলে জানা গিয়েছে।

 মোষ চুরির অভিযোগ! যোগী রাজ্যে গণপিটুনিতে মৃত্যু শাহরুখের

পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মারা যায় শাহরুখ খান নামে ওই যুবক। শহরের পুলিশ আধিকারিক অভিনন্দন জানিয়েছেন, গ্রামবাসীরা ঘটনা সম্পর্কে তাদের জানায়। এরপর যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান অতিরিক্ত মদ্যপানের মৃত্যু হয়েছে ওই যুবকের। শাহরুখ খান প্রতিদিন মদ্যপান করতে বলে পুলিশের দাবি।

যদিও, ওই যুবকের ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, দেহের অন্তবর্তীস্থানে আঘাতের কারণেই এই মৃত্যু। তার যকৃত ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এই রিপোর্ট পাওয়ার পর অবশ্য পুলিশের তরফে বয়ান বদল করা হয়। বিষয়টিকে গণপ্রহারে মৃত্যু বলেই বলা হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে ভোর ২.৩০ নাগাদ চারজন গ্রামে ঢোকে মোষ চুরি করতে। এদের মধ্যে তিনজন পুকুরে ঝাঁপ দিয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু শাহরুখ খান নামে ওই যুবক সাঁতার না জানায় পালাতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

মৃত যুবক দুবাইয়ের এক এমব্রয়ডারি ইউনিটে কাজ করত। মাসখানের আগে সে বাড়িতে এসেছিল। তার ভাই ফিরোজের দেওয়া বয়ান অনুযায়ী, এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে। বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ভয়ই পেয়েছিলেন। সকালে পুলিশের তরফে ফোন করে জানানো হয় সে হাসপাতালে রয়েছে।

মৃতের বিরুদ্ধে ওঠা চুরির চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছে, দুবাই-সহ গালফের বিভিন্ন জায়গায় সে কাজ করেছে। সে দিল্লি ও মুম্বইতেও ছিল। কোনও সময়ই তার বিরুদ্ধে খারাপ কাজের অভিযোগ ওঠেনি।

ঘটনায় পুলিশের তরফে দুটি মামলা করা হয়েছে। একটিতে ২৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। অন্যটিতে, মৃত ও তার তিন বন্ধুর বিরুদ্ধে মোষ চুরির অভিযোগ।

English summary
Youth named Shahrukh Khan lynched over Buffalo theft suspicion at Bareilly in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X