For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়েক বছরে বিদ্যুৎ পরিষেবায় ব্যাপক উন্নতি, বলছে সমীক্ষা

গত কয়েক বছরে দেশের বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। সম্প্রতি ইন্ডিয়া টুডে-র 'মুড অফ দ্য নেশন সার্ভে অগাস্ট ২০১৭'-তে এই তথ্য প্রকাশিত।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

গত কয়েক বছরে দেশের বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। সম্প্রতি ইন্ডিয়া টুডে-র 'মুড অফ দ্য নেশন সার্ভে অগাস্ট ২০১৭'-তে এই তথ্য প্রকাশিত হল। যতজনের ওপর সমীক্ষা হয়েছিল তাঁদের ৪১ শতাংশ জানিয়েছেন, তাঁদের এলাকায় বিদ্যুৎ পরিষেবার উন্নতি হয়েছে। আরও ১৫ শতাংশ জানিয়েছেন, ক্রমশই উন্নতি হচ্ছে বিদ্যুৎ পরিষেবার । সব মিলিয়ে ৫৫ শতাংশ মানুষেরই মত, পরিস্থিতি আগের থেকে ভাল।

[আরও পড়ুন:প্রযুক্তি নির্ভর বিদ্যুতায়নের মাধ্যমে ভারতে বিপ্লবের পথে মোদী সরকার][আরও পড়ুন:প্রযুক্তি নির্ভর বিদ্যুতায়নের মাধ্যমে ভারতে বিপ্লবের পথে মোদী সরকার]

কয়েক বছরে বিদ্যুৎ পরিষেবায় ব্যাপক উন্নতি, বলছে সমীক্ষা

শক্তি মন্ত্রকের ওয়েবসাইট 'উর্জা'-এ দেওয়া তথ্যের সঙ্গে এই সমীক্ষার রিপোর্ট মিলে যাচ্ছে বলে দাবি শক্তিমন্ত্রকের। ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০১৬ সালে জুন মাসে যেখানে লোডশেডিং হত গড়ে মাসে ১৬.৩৩ ঘন্টা, সেটাই জুলাই ২০১৭ তে নেমে এসেছে মাসে ৯.২১ ঘন্টায়। এটা কোনও একটি শহর বা রাজ্যের তথ্য নয়, গোটা দেশেই এই উন্নয়ন হয়েছে বলে দাবি করা হয়েছে শক্তিমন্ত্রকের পোর্টালে।

কয়েক বছরে বিদ্যুৎ পরিষেবায় ব্যাপক উন্নতি, বলছে সমীক্ষা

উপভোক্তার ক্ষেত্রেও পরিষেবা আগের চাইতে অনেক সরল হয়েছে। এখন সমস্যার অভিযোগ জানাতে এখন ১৯১২ নম্বরে ডায়াল করলেই মেলে সুরাহা। এছাড়াও গ্রাহকদের অভিযোগের সংখ্যাও গত বছরে যেখানে ছিব ১৬.৬ শতাংশ, সেটা এখন নেমে এসেছে ৯.২ শতাংশে। সাধারণ মানুষও এই বিশাল কর্মযজ্ঞে অংশ নেওয়ায় কাজ আরও সহজ হয়েছে এবং পরিস্থিতির সার্বিক উন্নয়ন হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় শক্তিমন্ত্রক।

English summary
Over the last few years, there is a tremendous inmprove in power supply across India, Says India today's survey report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X