For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তান ভারতের থেকে ভালো কাজ করেছে করোনা রোধে, মোদী সরকার ব্যর্থ', শশীর মন্তব্যে বিতর্কের ঝড়

'পাকিস্তান ভারতের থেকে ভালো কাজ করেছে করোনা রোধে, মোদী সরকার ব্যর্থ', লাহোর সাহিত্য সভায় শশীর মন্তব্যে বিতর্কের ঝড়

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের লাহোরে সাহিত্য সভায় কংগ্রেস সাংসদ শশী থারুরের মন্তব্য ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভার্চুয়াল সভায় শশী থরুর দাবি করেন মোদী সরকার করোনা রুখতে ব্যর্থ হয়েছেন।

শশী বার্তা লাহোর সাহিত্যসভায়

শশী বার্তা লাহোর সাহিত্যসভায়

শশী থারুর লাহোর সাহিত্য সভায় যোগ দিয়ে মন্তব্য করেন, ' ভারত সরকার ভালো করা করছে না। আর মানুষ তা বুঝতে পারছে। রাহুল গান্ধী আগেই বলেছেন যে কোভিডকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। নয়তো ভারত আর্থিক দুর্যোগে পড়বে।'

 'ব্যর্থ মোদী সরকার'

'ব্যর্থ মোদী সরকার'

শশী থারুর এদিন মন্তব্য করতে গিয়ে লাহোর সাহিত্য সভায় বলেন, ভারতের থেকে পাকিস্তান করোনা রোধে ভালো কাজ করেছে। পাশাপাশি তাঁর দাবি'করোনা রোধে মোদী সরকার ব্যর্থ'। পাকিস্তানের সাহিত্য সভায় ভারতের সরকারের এমন সমালোচনার সুর শশী থারুরের কণ্ঠে শোনা যেতেই বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে।

 দেশে চলছে ভেদাভেদ

দেশে চলছে ভেদাভেদ

এদিন শশী থারুর বলেন, ব্রতমানে ভারতে ভেদাভেদ চলছে ব্যাপক হারে। অনেকেই এই ভেদাভেদের বিরুদ্ধে লড়ছেন। পশ্চিমী দেশগুলিতে যেমন রাস্তায়ঘাটে ভেদ জনিত বিদ্বেষের ঘটনা দেখা যায়, তেমনই ঘটনা এখন ভারতে ঘটছে বলে দাবি করেন শশী।

 করোনার সময় ভেদাভেদ

করোনার সময় ভেদাভেদ

করোনা মহামারীর সময়ও ভেদাভেদ দেখা গিয়েছে বলে দাবি করেন শশী। পাকিস্তানের সাহিত্যসভায় তিনি বলেন, করোনার সম. তবলিঘি ইস্য়ুতে ভারতে বেনজির ভেদাভেদ দেখা গিয়েছে। আর থারুরের এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

শুভেন্দু পেলেন 'নব পরিচয়’! একুশের নির্বাচনের আগে জল্পনা যেন কেটেও কাটছে নাশুভেন্দু পেলেন 'নব পরিচয়’! একুশের নির্বাচনের আগে জল্পনা যেন কেটেও কাটছে না

English summary
Sashi Tharoor says BJP Government failed in Lahore Literary festival
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X