For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শৌর্য স্বীকৃতি, প্রজাতন্ত্র দিবসে সম্মান দেওয়া হতে চলেছে ভারতের বীর সন্তানদের

Google Oneindia Bengali News

দেশজুড়ে লাগামহীন করোনা ও ওমিক্রনের গ্রাফ। তার মধ্যেই বুধবার পালন হতে চলেছে দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। করোনার কারণে আরম্ভরহীন ভাবেই রেড রোডে উদযাপিত হবে দিনটি। অনুষ্ঠান আড়ম্বরহীন হলেও মেডেল দিয়ে সম্মান প্রদান করা হবে স্বরাষ্ট্রমন্ত্রক এর পক্ষ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রক এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর ৯৩৯ জন পুলিশকর্মীকে মেডেল দিয়ে বীরত্ব সম্মান দেওয়া হবে।

 প্রজাতন্ত্র দিবসে সম্মান


এই বছর রাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ঘোষিত ৯৩৯টি পুরষ্কারের মধ্যে, ১৮৯ জন বীরত্বের জন্য পুলিশ পদক পাবেন, ৮৮ জন বিশিষ্ট পরিষেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক পাবেন এবং ৬৬২ জন মেধাবী কাজের জন্য পুলিশ পদক পাবেন বলে জানা গিয়েছে। ১৮৯ জনকে বীরত্বের জন্য পুলিশ পদক দেওয়া হবে। তাদের মধ্যে ১৩৪ জনকে জম্মু-কাশ্মীরে বীরত্বের নজির রাখার জন্য পুরস্কৃত করা হচ্ছে। ৪৮ জনকে বামপন্থী চরমপন্থী প্রভাবিত এলাকায় সাহসী পদক্ষেপের জন্য এবং ১ জনকে উত্তর-পূর্ব অঞ্চলে সাহসী পদক্ষেপের জন্য সম্মান প্রদান করা হবে বলে জানা গিয়েছে।

বীরত্ব পুরষ্কার যেসকল কর্মীরা পাচ্ছেন, তাঁদের মধ্যে ১১৫ জন জম্মু ও কাশ্মীর পুলিশের, ৩০ জন সিআরপিএফ, ৩ জন আইটিবিপি, ২ জন বিএসএফ, ৩ জন সশস্ত্র সীমা বল, ১০ জন ছত্তিশগড় পুলিশের, ৯ জন ওডিশা পুলিশের, ৭ জন মহারাষ্ট্র পুলিশ। বাকিরা অন্যান্যরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পুরষ্কৃত হবেন।

৪২ জন কর্মীকে ফায়ার সার্ভিস মেডেলও দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনকে রাষ্ট্রপতির ফায়ার সার্ভিস পদক দেওয়া হচ্ছে। ২ জনকে দেওয়া হচ্ছে নিজের কাজের বীরত্বের জন্য ফায়ার সার্ভিস পদক। সাধারণ মানুষের বিশেষ সেবার জন্য রাষ্ট্রপতির ফায়ার সার্ভিস পদক ৯ জন কর্মীকে এবং ৩০ জন কর্মীকে সাধারণ সেবার জন্য ফায়ার সার্ভিস পদক প্রদান করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এখানেই শেষ নয়,২৫ জন স্বেচ্ছাসেবককেও চলতি বছরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হোম গার্ড এবং সিভিল ডিফেন্স মেডেল প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। নিজের দেশ এবং সমাজের প্রতিটি মানুষের জন্য নিরন্তর পরিষেবা প্রদান করে আসছেন দেশের এইসব স্বেচ্ছাসেবকরা। অনেক ক্ষেত্রে তাঁদের নুন্যতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করার অভিযোগ সামনে আসে। কিন্তু ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবার গোটা দেশের সামনে দাঁড়িয়ে ভারতের প্রথম নাগরিক অর্থাৎ রাষ্ট্রপতির হাত থেকে মেডেল নিতে চলেছেন তাঁরা। প্রতি বছরের মত এবছরেও দশের বীর সন্তানরা সম্মান পেতে চলেছেন প্রজাতন্ত্র দিবসের পুণ্য লগ্নে।

English summary
Police, Army and other gallantry awards on 26th January 2022 Republic Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X