For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেমের 'মূর্ত প্রতীক' তাজমহলে এসে প্রাণ দিলেন এক বিদেশি পর্যটক

  • |
Google Oneindia Bengali News

আগ্রা, ১৮ সেপ্টেম্বর : ভালোবাসার অন্যতম সেরা স্থাপত্য তাজমহল দেখতে এসে যে এভাবে বেঘোরে প্রাণ দিতে হবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি এক জাপানি পর্যটক। [ক্ষয়ে যাচ্ছে সাদা পাথর, রং বদলে তাজ মহল কালো হচ্ছে ক্রমশ]

মোঘল সম্রাট শাহজাহানের তৈরি এই অসাধারণ স্থাপত্য চাক্ষুষ করতে এসেছিলেন জাপানের এইচ উদা (৬৬)। দিব্যি প্রাণ ভরে দেখছিলেনও সুন্দরী তাজের রূপ। তবে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বাঁধল বিপত্তি। পড়ে গিয়ে গুরুতর যখম হলেন এই বৃদ্ধ। [তাজমহল দেখতে এবার টিকিট কাটুন অনলাইনে]

প্রেমের 'মূর্ত প্রতীক' তাজমহলে এসে প্রাণ দিলেন এক পর্যটক

স্থানীয় তাজ গঞ্জ থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, খবর পেয়েই গুরুতর যখম উদা নামে এই বৃদ্ধকে স্থানীয় নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে মারা যান ওই বৃদ্ধ। চিকিৎসকেরা জানিয়েছেন, মৃতের মাথায় গুরুতর আঘাত লাগার জন্যই মৃত্যু হয়েছে। [দেখে নিন ভারতের কোথায় তুলবেন পারফেক্ট 'সেলফি']

জানা গিয়েছে, ঘটনার সময়ে বৃদ্ধের এক পরিচিতও সিঁড়ি দিয়ে পড়ে যান। তিনিও চোট পেয়েছেন। তাজমহলে আসার আগে আগ্রা ফোর্ট ও ফতেপুর সিক্রি ঘুরে তাজমহলে আসেন এইচ উদা। আর এখানে আসাই কাল হল তাঁর। [এবার চাঁদের আলোয় তাজমহল দেখুন ই-টিকিট বুকিং করে]

পুলিশ জানিয়েছে, নয়াদিল্লির জাপানি দূতাবাসে খবর দেওয়া হয়েছে। এই মৃত্যুর পিছনে আর অ্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। [তাজমহলে ঢুকতে গেলে পকেট খসবে আগের চেয়ে ২০০ শতাংশ বেশি!]

English summary
Japanese tourist dead after falling from stairs at Taj Mahal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X