For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাজমহলে ঢুকতে গেলে পকেট খসবে আগের চেয়ে ২০০ শতাংশ বেশি!

Google Oneindia Bengali News

আগরা, ১৬ সেপ্টেম্বর : তাজমহলপ্রেমীদের জন্য দুঃখের খবর। তাজমহলে প্রবেশের খরচ একধাপে অনেকটাই বাড়তে চলেছে।

শুধু তাজমহল নয়, অন্যান্য ঐতিহাসিক নির্মাণের প্রবেশ টিকিটের মূল্য একলাফে প্রায় ২০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দ্য আর্কিওলজিক্যাস সার্ভে অফ ইন্ডিয়া তথা এএসআঅই। তবে এই টিকিট মূল্য বৃদ্ধি ঘটল প্রায় ১২ বছর পরে। [এবার চাঁদের আলোয় তাজমহল দেখুন ই-টিকিট বুকিং করে]

'ক্যাটেগরি এ' তালিকাভুক্ত যার মধ্যে বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী নির্মাণ রয়েছে, তার টিকিটের মূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হল ভারতীয়দের জন্য। বিদেশীদের জন্য টিকিটমূল্য ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হল।

তাজমহলে ঢুকতে গেলে পকেট খসবে আগের চেয়ে ২০০ শতাংশ বেশি!

তবে এক্ষেত্রে তাজমহলের ক্ষেত্রে বিষয়টা আর একটু আলাদা। তাজমহলের দর্শনপ্রার্থীদের 'টোল ট্যাক্স' হিসাবে আগরা ডেভলপমেন্ট অথরিটি অর্থাৎ এডিএ-কে অতিরিক্ত কিছু টাকা দিতে হবে। আর এর ফলে তাজমহলের প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য দাঁড়াচ্ছে ৪০ টাকা (অতিরিক্ত ১০ টাকা কর), আর বিদেশীদের ক্ষেত্রে তা ১২৫০ টাকা (অতিরিক্ত ৫০০ টাকা কর হিসাবে)।

এএসআই-এর তরফে ইতিমধ্যেই প্রাথমিক স্তরের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আধিকারিকদের মতে, ৪৫ দিনের সময়সীমা ধার্য করা হয়েছে, এই সময়ের মধ্যে দনগনের কাছ থেকে যাবতীয় বিরোধিতা বা উপদেশ গ্রহণ করা হবে। যদি সব ঠিক থাকে তাহলে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই নয়া প্রবেশমূল্য চালু হয়ে যাবে। [ক্ষয়ে যাচ্ছে সাদা পাথর, রং বদলে তাজ মহল কালো হচ্ছে ক্রমশ]

অন্যদিকে 'ক্যাটেগরি বি' তালিকাভুক্ত নির্মানগুলির ক্ষেত্রে প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য ৫ টাকা থেকে বেড়ে ১৫ টাকা হবে এবং বিদেশীদের জন্য ১০০ টাকা থেকে বেড়ে তা হবে ৩০০ টাকা।

পর্যটন নেতারা ইতিমধ্যে এই নয়া দামের তালিকায় অসন্তোষ প্রকাশ করেছেন। একাংশের কথায়, "ঐতিহ্যবাহী নির্মান দর্শনের জন্য প্রবেশ মূল্য বাড়ানোর সঠিক সময় এটা নয়। এর ফলে আগরায় বিদেশী পর্যটকদের আনাগানো ব্যপকভাবে নিয়ন্ত্রিত হয়ে যাবে। বিশ্বের তিনটি ঐতিহ্যবাহী নির্মান দেখার জন্য আগে যেখানে বিদেশী পর্যটকরা ৯০০ টাকা খরচ করতেন, নয়া মূল্য চালু করা হলে সেই খরচ বেড়ে দাঁড়াবে ২০০০ টাকা।"

পাশাপাশি এই বিষয়টিও তুলে ধরা হচ্ছে যে, গত ৩ বছরে এমনিতেই আগরাতে বিদেশী পর্যটকদের সংখ্যা ব্যপক হারে কমেছে। এই সময়ে প্রবেশমূল্য একলাফে এতটা বাড়িয়ে দিলে আগরার পর্যটন ব্যপকভাবে ধাক্কা খাবে।

English summary
Entry to Taj Mahal becomes 200% costlier
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X