For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশজুড়ে শুরু উৎসব, ৩৯২টি উৎসব স্পেশাল ট্রেন চালু করল ভারতীয় রেল

দেশজুড়ে শুরু উৎসব, ৩৯২টি উৎসব স্পেশাল ট্রেন চালু করল ভারতীয় রেল

Google Oneindia Bengali News

উৎসব মরশুম উপলক্ষ্যে ভারতীয় রেল ৩৯২ টি উৎসব স্পেশাল ট্রেন চালু করল মঙ্গলবার থেকে। যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। উৎসব মরশুমে যাত্রীদের চাপ কম করতেই এই ট্রেনগুলির সূচনা করা হয়েছে।

দেশজুড়ে শুরু উৎসব, ৩৯২টি উৎসব স্পেশাল ট্রেন চালু করল ভারতীয় রেল


আরপিএফ দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে কড়াভাবে বলা হয়েছে, মাস্ক না পরলে বা সামাজিক দুরত্ব বজায় না রাখলে এবং কোভিড পজিটিভ হয়েও ট্রেনে চড়ার চেষ্টা করলে ওই যাত্রীর জরিমানা ও শাস্তি হতে পারে। জানা গিয়েছে, দুর্গাপূজো, দশেরা, দিওয়ালি এবং ছট পূজোর ছুটির সময় ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কলকাতা, পাটনা, বারাণসী এবং লখনউয়ের মতো গন্তব্যগুলির জন্য বিশেষ ট্রেনগুলি চালানো হবে। এই ট্রেনগুলি শুধুমাত্র ৪০ দিনের জন্য চালানো হবে।

বর্তমানে ৬৬৬টি মেইল ও এক্সপ্রেস ট্রেন চলছে গোটা দেশজুড়ে। তবে দৈনন্দিন যাত্রীবাহী ট্রেনগুলি এখন বন্ধ রয়েছে করোনা ভাইরাস সংক্রমণের কারণে। এই বিশেষ ট্রেনগুলির ভাড়া অন্যান্য ট্রেনের চেয়ে সামান্য বেশি বলে জানানো হয়েছে। এর আগে রেলের পক্ষ থেকে ৩৯ জোড়া নতুন ট্রেনের সূচনা করা হয়। উৎসবের সময় রেল তাদের পরিষেবা শুরু করায় স্বস্তি মিলেছে যাত্রীদের

নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দফতরের কোন সতর্কবার্তা নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দফতরের কোন সতর্কবার্তা

English summary
indian railways launches 392 festival special trains across the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X