For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর সীমান্তে তৎপর পাকিস্তানি সেনা, কুপওয়ারায় 'ব্যাট'-টিমের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারত

Google Oneindia Bengali News

নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। বুধবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর বর্ডার অ্যাকশন টিমের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। ভারতীয় সেনার চিনার কর্পস-এর তরফে জানানো হয়েছে, ভোরের দিকে তাঙ্গধর গ্রামে সন্দেহজনক গতিবিধি দেখা যায়। কিন্তু সময় থাকতে পদক্ষেপ করায় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয়েছে। পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।

এর আগেও একাধিক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছিল ভারত

এর আগেও একাধিক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছিল ভারত

সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনা। কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পার করে কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই ঘটনা স্যাটেলাইটে ধরা পড়ে। ভারতীয় সেনার চেষ্টায় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয়। ওই জায়গা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন সেনা জওয়ানরা।

সীমান্ত পার অস্ত্র পাঠানোর চেষ্টা পাকিস্তানের

সীমান্ত পার অস্ত্র পাঠানোর চেষ্টা পাকিস্তানের

এর আগে ১০ অক্টোবর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গিরা সীমান্তের এপারে অস্ত্র পাচার করার চেষ্টায় ছিল। কিন্তু জওয়ানদের তৎপরতায় সেই অস্ত্র পাঠানোর পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছিল। এরপর সেই একই কায়দায় ১৩ অক্টোবর উত্তর কাশ্মীরে ফের অস্ত্র পাচারের চেষ্টা চালায় পাক সেনার মদতপুষ্ট জঙ্গিরা।

গত কয়েকদিনে উদ্ধার বিপুল অস্ত্র

গত কয়েকদিনে উদ্ধার বিপুল অস্ত্র

এই দুই ঘটনাতে উদ্ধাকৃত অস্ত্রের মধ্যে ছিল চারটি একে-৭৪ রাইফেল। দু'টি ব্যাগ থেকে মোট চারটি একে-৭৪ রাইফেল, আটটি একে রাইফেলের ম্যাগাজিন, ২৪০ রাউন্ড কার্তুজ, ৫টি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ১৩৮ রাউন্ড গুলি। এছাড়া সেপ্টেম্বরেও ড্রোনের মাধ্যমে এদেশে অস্ত্র পাচারের প্রচেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। ১৯ সেপ্টেম্বরের একিট ঘটনায় জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলা থেকে গ্রেফতার করা হয়েছিল তিন লস্কর জঙ্গিকে।

চলতি মাসে কাশ্মীরে খতম ১২ জঙ্গি

চলতি মাসে কাশ্মীরে খতম ১২ জঙ্গি

এদিকে গত ১৫ দিনে পাঁচটি এনকাউন্টারে মোট ১২ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। বুধবারও শোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই হয়। তাতে প্রাণ হারায় দুই জঙ্গি। এর আগে ৭ অক্টোবর শোপিয়ানে সেনা জঙ্গি সম্মুখ সমরে সেনার হাতে খতম হয়েছিল ৩ জন জঙ্গি।

<strong>ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য স্থির করল ডিআরডিও</strong>ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য স্থির করল ডিআরডিও

English summary
Indian army foils Pakistani army's BAT team's attempt to infiltrate in Kashmir across LoC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X