For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য স্থির করল ডিআরডিও

Google Oneindia Bengali News

ভারত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে এবং সশস্ত্র বাহিনীর যা প্রয়োজন তা দেশের মধ্যেই উৎপাদন করতে পারে। ৪০ দিনে ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রে পরীক্ষা সফল হওয়ার পরিপ্রেক্ষিতে আজ এমনটাই ঘোষণা করলেন ডিআরডিও প্রধান সতীশ রেড্ডি৷

গত পাঁচ সপ্তাহে ১০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা

গত পাঁচ সপ্তাহে ১০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গত পাঁচ সপ্তাহে ১০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে৷ যার মধ্যে রয়েছে শৌর্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ব্রহ্মোস, পৃথ্বী পারমাণবিক-সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রুদ্রম-১ ইত্যাদি৷ একটি সাক্ষাৎকারে ডিআরডিও প্রধান সতীশ রেড্ডি বলেন, 'আমি একটি কথা বলতে চাই, দেশ যেভাবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এবং বিশেষত গত পাঁচ থেকে ছয় বছরে যেভাবে নিজেকে বিকশিত করেছে, বিভিন্ন পরীক্ষায় যেভাবে অগ্রগতি হয়েছে, তাতে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ভারত সম্পূর্ণ স্বনির্ভরতা অর্জন করেছে৷'

ক্ষেপণাস্ত্র আমদানি বন্ধ

ক্ষেপণাস্ত্র আমদানি বন্ধ

ক্ষেপণাস্ত্র আমদানি বন্ধ করার পর সশস্ত্র বাহিনীর নতুন কোনও প্রয়োজন আছে কি না, সেই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সশস্ত্র বাহিনীর চাহিদা অনুযায়ী আমরা এখন যে কোনও ধরনের অস্ত্র উৎপাদন করতে সক্ষম৷ বেসরকারি সেক্টরও আমাদের সঙ্গে অংশীদার হতে পারে, আমাদের পরামর্শ অনুযায়ী তারা সিস্টেমটি বিকাশ করতে পারে৷'

পূর্ব লাদাখে ভারত-চিন অশান্তি অব্যাহত

পূর্ব লাদাখে ভারত-চিন অশান্তি অব্যাহত

পূর্ব লাদাখে যখন ভারত-চিন অশান্তি অব্যাহত তখন এই সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কতটা সফল বা তার শক্তি কতটা তা জানতে চাইলে রেড্ডি বলেন, ডিআরডিও আমাদের সশস্ত্র বাহিনীকে সজ্জিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকী, করোনা পরিস্থিতিতে বিজ্ঞানীরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। প্রত্যেকেই প্রস্তুত থাকে। তাই যখনই কোনও সিস্টেম তৈরি হয় , আমরা বারবার তার পরীক্ষা চালিয়ে যাই৷

মোদীর আত্মনির্ভর ভারতের লক্ষ্য

মোদীর আত্মনির্ভর ভারতের লক্ষ্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে ডিআরডিওর অবদান কী তা নিয়ে প্রশ্ন করা হলে ডিআরডিও প্রধান বলেন, 'ডিআরডিও অনেক ক্ষেত্রে কাজ শুরু করে দিয়েছে এবং এখন আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমরা শক্তিশালী ক্ষেপণাস্ত্র, রাডার, বন্দুক এবং যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে আমরা এখন আত্মনির্ভর৷'

ডিআরডিও বিজ্ঞানীরা বিভিন্ন সিস্টেমের দিকে নজর রাখছেন

ডিআরডিও বিজ্ঞানীরা বিভিন্ন সিস্টেমের দিকে নজর রাখছেন

তিনি আরও বলেন, ডিআরডিও বিজ্ঞানীরা ধারাবাহিকভাবে বিভিন্ন সিস্টেমের দিকে নজর রাখছেন যা এখন আমদানি হচ্ছে এবং দেশীয় ব্যবস্থায় তৈরির চেষ্টা করছে এবং দেশীয়ভাবে সিস্টেম বিকাশের জন্য জোর দেওয়া হচ্ছে। আগামী ৪-৫ বছরের মধ্যেই ভারত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠবে।

English summary
DRDO chief said that India will have complete missile system in next 4 to 5 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X