For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-মার্কিন ২ প্লাস ২ বৈঠক সফল, সই হল কমকাসা চুক্তি, সন্ত্রাসবাদ ইস্যুতে বার্তা পাকিস্তানকে

ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ২ প্লাস ২ বৈঠক হল।

  • |
Google Oneindia Bengali News

ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ২ প্লাস ২ বৈঠক হল। দুই দেশের বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা এই বৈঠকে দলবল নিয়ে অংশ নেন। কমিউনিকেশনস কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট (COMCASA) সাক্ষরিত হল দুই দেশের মধ্যে। যার ফলে মার্কিন সামরিক সামগ্রীর এদেশে বিক্রির পথ সুগম হল। বিনিময়ে ভারতের এনএসজিতে ঢোকার জন্য আমেরিকা তদ্বির করবে বলেও জানিয়েছে। ভারতের তরফে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আফগান নীতিতে ভারতের সমর্থন রয়েছে।

ভারত-মার্কিন ২ প্লাস ২ বৈঠক সফল, সই হল কমকাসা চুক্তি, সন্ত্রাসবাদ ইস্যুতে বার্তা পাকিস্তানকে

ভারতের তরফে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানান, নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে দুই দেশ একম হয়েছে। পাশাপাশি উন্নতি ও উন্নয়নের পথেও দুই দেশ একইসঙ্গে অগ্রসর হওয়ার কথা বলেছে। কমকাসা সাক্ষর হওয়ার ফলে আমেরিকার উন্নত প্রযুক্তিকে ভারত ব্যবহার করতে পারবে।

[আরও পড়ুন:মোদীর সিদ্ধান্তের 'বিরোধিতা'! ভেঙে দেওয়া হল তেলেঙ্গানা সরকার ][আরও পড়ুন:মোদীর সিদ্ধান্তের 'বিরোধিতা'! ভেঙে দেওয়া হল তেলেঙ্গানা সরকার ]

সন্ত্রাসবাদ ইস্যুতে আমেরিকার পাশে রয়েছে ভারত। লস্কর ই তৈবাকে জঙ্গি সংগঠনের তকমা দেওয়া, জঙ্গিদের তালিকার সঙ্গে ভারত সহমত। পাকিস্তানে এই সন্ত্রাসবাদ ডালপালা মেলেছে। যা ভারত-আমেরিকা দুই দেশের ক্ষতি করছে বলে সুষমা স্বরাজ জানিয়েছেন।

[আরও পড়ুন: সমকাম নিয়ে শীর্ষ আদালতের রায় প্রসঙ্গে কোন বার্তা দিল রাষ্ট্রসংঘ ][আরও পড়ুন: সমকাম নিয়ে শীর্ষ আদালতের রায় প্রসঙ্গে কোন বার্তা দিল রাষ্ট্রসংঘ ]

দুই দেশই প্রতিরক্ষাকে জোরদার করতে উদ্যোগী হয়েছে। এদিন পাকিস্তানকে ভারতের মাটিতে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়েছে যে, সেদেশের মাটি যাতে সন্ত্রাসবাদীরা ব্যবহার করতে না পারে সেজন্য পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে। এবং মুম্বই, পাঠানকোট, উরি হামলার দোষীদের শাস্তি দিতে হবে।

[আরও পড়ুন: সমকামে বৈধতার রায় বেরোতেই ললিত হোটেলে শুরু উৎসব, কী বললেন কেশব সুরী ][আরও পড়ুন: সমকামে বৈধতার রায় বেরোতেই ললিত হোটেলে শুরু উৎসব, কী বললেন কেশব সুরী ]

English summary
India-US joint meeting of '2+2' talks signs Communications Compatibility and Security Agreement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X