For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড যুদ্ধের মাঝেও চিনের করোনা-কূটনীতিকে যোগ্য জবাব ভারতের, চড়ছে পারদ

কোভিড যুদ্ধের মাঝেও চিনের কূটনীতিকে যোগ্য জবাব ভারতের, চড়ছে পারদ

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতি নিয়ে যখন বিপর্যস্ত ভারত, তখনই চিন নিজের মতো করে কূটনৈতিক ঘুঁটি সাজিয়ে নিচ্ছে। ভ্যাকসিনের যোগানে যখন ভারত জটিলতার মধ্যে, তখনই এশিয়ার বুকে ভ্যাকসিন কূটনীতি তুঙ্গে রেখে পর পর চাল চেলে যাচ্ছে বেজিং। এদিকে, তারই মাঝে ভারতকে এই দেশ অ্যান্টি কোভিড উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিল। যার যোগ্য জবাব দিয়েছে ভারত।

 চিন যে ফন্দিতে মেতেছে

চিন যে ফন্দিতে মেতেছে

বাংলাদেশকে এককভাবে ভ্যাকসিন সরবরাহ করছিল ভারত। তবে দেশের করোনার বাড়বাড়ন্ত ও ভ্যাকসিন জটিলতার মাঝে পড়ে দিল্লির সেই সরবরাহে খানিকটা ব্যাঘাত ঘটছে বলে ক্ষোভের সুর বাংলাদেশের। সেই জায়গা থেকে বাংলাদেশ সহ ভারতের প্রতিবেশী দেশে ভ্যাকসিনের বাজারে আস্ফালন দেখাতে শুরু করেছে চিন। ফলে ভারতের ভ্যাকসিন উদ্যোগের সম্ভাব্য যে জায়গাগুলি ছিল তা কেড়ে নিতে চাইছে বেজিং।

চিনকে যোগ্য জবাব

চিনকে যোগ্য জবাব

এদিকে, পাকিস্তান, বাংলাদেশ,আফগানিস্তান, পাকিস্তান সহ বিভিন্ন দেশের সঙ্গে চিন একটি ভার্চুয়াল মিটিং করে। আর কোভিড রুখতে এই ভার্চুয়াল মিটিং এ ভারতকে আমন্ত্রণ জানায় চিন। তবে ভারত সাফ তা প্রত্যাখ্যান করে দেয়। প্রসঙ্গত, লাদাখ আবহে ভারত চিন সম্পর্কে যে শীতলতা দেখা গিয়েছে, তা এখনও স্বাভাবিক পর্যায়ে আসেনি। সেই জায়গা থেকে এশিয়ার বুকে ভ্যাকসিন কূটনীতি নিয়ে চিন নতুন রঙ আমদানি করেছে।

ভারতের কোন বার্তা

ভারতের কোন বার্তা

কোভিড পরিস্থিতি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে জোটবদ্ধ হয়ে করোনা মোকাবিলা নিয়ে ভারত এককভাবেই যথেষ্ট মজবুত। সেই জায়গা থেকে চিনের সঙ্গে বসে ভার্চুয়াল বৈঠককে খুব একটা গুরুত্ব দিতে নারাজ দিল্লি। এমনই দাবি বহু অফিশিয়াল সূত্রে । আর সেই জায়গা থেকেই চিনের এই কোভিড-কূটনীতিকে খুব একটা আমল দিতে চায়না দেশ।

ভারতের কোন যুক্তি

ভারতের কোন যুক্তি

প্রতিবেশীদের নিয়ে এশিরার বৃহত্তর স্বার্থে এর আগেই ভারত সার্ক বৈঠক করেছে ভার্চুয়াল মাধ্যমে। সেখানে কোভিড যুদ্ধে কীভাবে নিজেদের শান দিতে হবে,তা নিয়ে বক্তব্য রেখেছে দিল্লি । সেই জায়গা থেকে চিনকে নিয়ে কার্যত সতর্কভাবে কূটনৈতিক রাস্তা ধরে চলছে ভারত।

English summary
India declines China invite to join anti-Covid initiative amid Vaccine row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X