For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিগ ২১-র হামলায় এফ ১৬ ধ্বংসের প্রমাণ দিল ভারত

মিগ ২১-র হামলায় পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার সব প্রমাণই তাদের কাছে আছে বলে দাবি করেছে ভারতীয় বায়ুসেনা।

  • |
Google Oneindia Bengali News

মিগ ২১-র হামলায় পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার প্রমাণ হিসেবে ব়্যাডার ইমেজ প্রকাশ করেছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান হামলার সত্যতা অস্বীকার করলেও, ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর এক সাংবাদিক বৈঠকে তা মিথ্যা বলেই দাবি করেছেন। এও বলেছেন, এফ ১৬ ধ্বংস হওয়ার নির্ভরযোগ্য তথ্য ভারতীয় বায়ুসেনার কাছে থাকলেও নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে, তা প্রকাশ্যে আনা সম্ভব নয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি, ভারতের মিগ ২১ বিমানের হামলায় তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার বিষয়টি ইতিমধ্যেই অস্বীকার করেছে পাকিস্তান। দাবি করেছে, এফ ১৬ ধ্বংস করার কোনো প্রমাণই ভারতের কাছে নেই। এর জবাবে ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ এনেছেন। ভারতীয় বায়ুসেনার তরফে ওই দুই যুদ্ধবিমানের ইলেক্ট্রনিক সিগনেচার ও রেডিও ট্রান্সক্রিপশন সমেত রেডার ইমেজ প্রকাশ করেছেন আরজিকে কাপুর।

আরজিকে কাপুরের দাবি, ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ভূখণ্ড বালাকোটে ঢুকে, সফল এয়ার স্ট্রাইকের মাধ্যমে সেখানকার জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। এরপরেই পাকিস্তানের বায়ুসেনা সীমান্ত লাগোয়া ভারতের সেনা ক্যাম্পগুলিকে টার্গেট করলেও সেই হামলা ব্যর্থ হয় বলেই দাবি ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শালের।

[আরও পড়ুন:মিগ ২১-র হামলায় এফ ১৬ ধ্বংসের প্রমাণ দিল ভারত][আরও পড়ুন:মিগ ২১-র হামলায় এফ ১৬ ধ্বংসের প্রমাণ দিল ভারত]

পরের দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি, পাকিস্তানের বেশ কয়েকটি এফ ১৬ যুদ্ধবিমান ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে, তাদের মিগ ২১ বাইসন বিমান তাড়া করে বলে জানিয়েছেন আরজিকে কাপুর। বলেছেন, আকাশে দু-পক্ষের ঘাত-প্রতিঘাতে, ভারতীয় মিগ ২১ বিমান পাকিস্তানের ভূখণ্ডে ভেঙ্গে পড়ে। পাকিস্তানি সেনার হাতে বন্দি হন ওই বিমানের পাইলট অভিনন্দন বর্তমান। অন্যদিকে, মিগ ২১ বাইসনের পাল্টা হামলায় পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমানও ধ্বংস হয় বলেই দাবি করেছেন ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর।

[আরও পড়ুন:২০১৯-এ কি পালাবদল ঘটছে দিল্লির কুর্সিতে! আন্তর্জাতিক সমীক্ষা একনজরে সম্ভাব্য ফল][আরও পড়ুন:২০১৯-এ কি পালাবদল ঘটছে দিল্লির কুর্সিতে! আন্তর্জাতিক সমীক্ষা একনজরে সম্ভাব্য ফল]

English summary
IAF nails Pakistan's lies, reveals details of shooting down F-16
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X