For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব আইন বিরোধী আলপনা আঁকায় চেন্নাইয়ে আটক পাঁচ

নাগরিকত্ব আইন বিরোধী আলপনা আঁকায় চেন্নাইয়ে আটক পাঁচ

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইন এবং প্রস্তাবিত দেশব্যাপী জাতীয় নাগরিক পঞ্জীকরণের বিরুদ্ধে প্রতিবাদী আলপনা আঁকায় চেন্নাইয়ের পাঁচ বাসিন্দাকে আটক করলো পুলিশ।

নাগরিকত্ব আইন বিরোধী আলপনা আঁকায় চেন্নাইয়ে আটক পাঁচ


মূলত সিএএ ও এনআরসি বিরোধী 'কলাম’ বা রঙ্গোলীর ছবি আঁকার জন্যই বসন্ত নগরের ওই পাঁচ বাসিন্দাকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে তাদের বসন্ত নগরের একটি কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে।

সূত্রের খবর, দু'জন প্রবীণ আইনজীবী যারা বিক্ষোভকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন তাদেরও পরবর্তীকালে আটক করা হয়। রবিবার সকালে এনআরসি ও সিএএ বিরোধী কলাম আঁকতে বেশ কিছু শিক্ষার্থী ও বাসিন্দারা বসন্ত নগরের রাস্তায় নেমে পড়েন। “নো সিএএ, নো এনআরসি, সিএএ প্রত্যাহার করুন” একাধিক স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এরপরই পুলিশি অনুমতি ছাড়া সমাবেশের আয়োজন করার জন্য রাস্তা থেকেই বেশ কিছু প্রতিবাদীকে আটক করে জে৫ থানার পুলিশ।

এই প্রসঙ্গে এক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক বলেন, “আমরা তাদের কখনই কোনও প্রতিবাদ সভা আয়োজনের অনুমতি দিইনি। এটি একটি রঙ্গোলী প্রতিবাদ হওয়া সত্ত্বেও আইনের পরিপন্থী। কেউ জোর করে ট্র্যাফিক চলাচলে বাধা দিতে পারে না। প্রথমে আমরা তাদের চলে যেতে বলেছিলাম, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করলে বাধ্য হয়েই আমরা তাদের আটক করেছি।”

এরপরই গায়ত্রী, আরথি, কল্যাণী, প্রগতি ও মদন পাঁচ প্রতিবাদকারীদের আটক করা হয়। এরমধ্যেই একজন বিক্ষোভকারীকে সোশ্যাল মিডিয়ায় তাদের পুলিশি আটকের ব্যাপারে সরব হতে দেখা যায়। একটি ভিডিও প্রকাশ করে তিনি দাবি করেন, “ বর্তমানে তারা বন্দি। তাদের সঙ্গে কিছু ঘটলে তার দায় তামিলনাড়ু পুলিশের। ”

English summary
five detained in chennai for anti caa drawing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X