For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন আন্দোলনে ভীত সরকারও! বিতর্কিত CAA আইনও বাতিল করতে মোদী বাধ্য হবে, তোপ AIMIM প্রধানের

সাত সকালে বড় সিদ্ধান্ত! বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের জন্যে দেশের মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষক আইন প্রত্যাহার করে নিলেও বিরোধীদের ধারালো

  • |
Google Oneindia Bengali News

সাত সকালে বড় সিদ্ধান্ত! বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের জন্যে দেশের মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষক আইন প্রত্যাহার করে নিলেও বিরোধীদের ধারালো অস্ত্রের আঘাত থেকে কার্যত রক্ষা পেলেন না প্রধানমন্ত্রী।

মোদী বাধ্য হবে বলে তোপ AIMIM প্রধানের

একাধিক রাজ্যের ভোটের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে দাবি বিরোধীদের। আক্রমণ করতে ছাড়লেন না AIMIM প্রধান আসাউদ্দিন ওয়াইসি। (AIMIM Chief Owaisi) ওয়াসি বলেন, বিতর্কিত কৃষক আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে অনেকটাই দেরি করে ফেলেছে।

শুধু তাই নয়, এই সিদ্ধান্ত কৃষকদের লাগাতার আন্দোলনের সাফল্য বলেও কটাক্ষ মিম নেতার। তবে মোদীকে আক্রমণ করতে ছাড়েননি।

ওয়াইসি বলেন, সামনেই একাধিক রাজ্যের নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নিতে কৃষকরা মোদী সরকারকে বাধ্য করেছে বলেও তোপ মিম নেতার। তবে তাঁর মতে, খুব শীঘ্রই CAA-আইনও বাতিল করবে মোদী সরকার। জন আন্দোলনের কাছে মোদী সরকার মাথা নত করতে বাধ্য বলেও কটাক্ষ ওয়াইসির।

এক টুইটে মোদী সরকারকে কটাক্ষ করে ওয়াইসি আরও বলেন, ভোটের মুখে মোদী সরকারকে ফের একবার বিতর্কিত সিএএ আইন নিয়ে ভাবতে বাধ্য করবে।

কেন্দ্রের বিতর্কিত তিনটি কৃষক আইন নিয়ে প্রথম দিন থেকেই বিতর্ক চলছিল। প্রায় ১৮ মাসেরও বেশী সময় ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কৃষকরা। রাস্তা আটকে রেখে চলছিল এই প্রতিবাদ কর্মসূচী। আন্দোলনকে সামনে রেখে গোটা দেশে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক মঞ্চে আনার চেষ্টা করছিল কৃষকরা।

আর তাতেই উদ্বেগ ছড়ায় মোদী সরকারের। আর সেই কারনেই কি বিতর্কিত আইন তুলে নেওয়া? উড়িয়ে দিতে পারছে না রাজনৈতিকমহল। সেখানে দাঁড়িয়ে এদিন ওয়াইসি আরও বলেন, প্রথম থেকেই এই কৃষক আইনের বিরুদ্ধে লড়াই জারি ছিল।

শুধু তাই নয়, অসংবিধানিক বলেও দাবি উঠেছিল। সাংবিধানিক কোনও সুবিধা ছিল না। এই আইন শুধুমাত্র অহংকার করতেই বানানো হয়েছিল বলে তোপ AIMIM প্রধানের।

তাঁর মতে, সরকারের বানানো এই কালো আইনের কারনে ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে। আসাউদ্দিনের মতে, আমি প্রথমদিন থেকেই বলে এসেছিলাম মানুষ যখন রাস্তায় নামে তখন সরকারও ভয় পেয়ে যায়। আর এদিনের এই সিদ্ধান্ত সেটাই প্রমাণ করে বলেও দাবি মিম প্রধানের। এই জয় কৃষকদের জয় বলেও ব্যাখ্যা করেন তিনি।

অন্যদিকে ওয়াইসির মতে, সরকার আগামিদিনে সিএএ আইন বাতিল করতে বাধ্য হবে। ভোটের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে দাবি তাঁর।

English summary
AIMIM chief claims, CAA will also be repealed soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X