For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের পর এবার কর্ণাটকে জিকা ভাইরাসে আক্রান্ত ৫ বছরের শিশু, বাড়ছে উদ্বেগ

কেরলের পর এবার কর্ণাটকে জিকা ভাইরাসে আক্রান্ত ৫ বছরের শিশু, বাড়ছে উদ্বেগ

  • |
Google Oneindia Bengali News

করোনার পর এবার জিকা ভাইরাস ভয় ধরাচ্ছে দেশবাসীকে। কর্ণাটকে এই প্রথমবার জিকা ভাইরাসের কেস শনাক্ত করা হয়েছে। পাঁচ বছরের একটি শিশু জিকা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। এই ঘটনায় খানিকটা ভয় পেয়ে গিয়েছেন কর্ণাটকবাসী। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রাইচুরে।

কী জানালেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী

কী জানালেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী

এই ঘটনায় কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে.সুধাকর জানিয়েছেন, পাঁচ বছরের একটি মেয়ে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই কেস এই রাজ্যে প্রথম। এই ঘটনায় সরকার খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এই ভাইরাস মোকাবিলা করার জন্য সরকার একদম প্রস্তুত রয়েছে।

কী ভাবে উৎপত্তি হয় জিকা ভাইরাসের

কী ভাবে উৎপত্তি হয় জিকা ভাইরাসের

তবে অনেকেই হয়তো জানেন না জিকা ভাইরাস কী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে জিকা হল একটি মশাবাহিত রোগ। মশার কামড়ের কারণেই এই রোগের উৎপত্তি। প্রধানত এডিস মশার কামড়েই অনেকে এই রোগে আক্রান্ত হয়ে পরেন। এই মশা দিনের বেলায়ই কামড়ে থাকে।

জিকা ভাইরাসের উপসর্গ

জিকা ভাইরাসের উপসর্গ

যে সকল ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হন তাদের জ্বর, সর্দি, মাথা ব্যথা, জয়েন্ট ও পেশীতে ব্যথা, গায়ে ফুসকুড়ি বেরোয়। এই লক্ষণগুলি দেখা দেয় সাতদিন ধরে। যদি আপনারও এমন উপসর্গ দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

পুনেতেও এক ব্যক্তি এই ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন

পুনেতেও এক ব্যক্তি এই ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন

গত মাসে পুনেতে একটি ৬৭ বছরের ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হন। সেই ব্যক্তির জ্বর, সর্দি, জয়েন্টে ব্যথা, শরীরে ক্লান্তি নিয়ে পুনের হাসপাতালে যান। সেখানে তার এমন উপসর্গ দেখে চিকিৎসকেরা তাঁকে জিকা ভাইরাস টেস্ট করার পরামর্শ দেন। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ব্যক্তিটি জিকা ভাইরাসে আক্রান্ত হন। যদিও ব্যক্তিটি বর্তমানে সুস্থই রয়েছেন।

কেরলেও গর্ভবতী মহিলা এই রোগে আক্রান্ত ছিলেন

কেরলেও গর্ভবতী মহিলা এই রোগে আক্রান্ত ছিলেন

তবে এই প্রথম নয়, গতবছর কেরলে ২৪ বছর বয়সী এক গর্ভবতী মহিলা জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তিনি আরটিপিসিআরও টেস্ট করেছিলেন। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি সুস্থই ছিলেন এবং তিনি একটি ফুটফুটে সুস্থ শিশুরও জন্ম দিয়েছিলেন। তিনি ত্রিবান্দ্রম জেলার বাসিন্দা ছিলেন। সেই সময় হাসপাতালের কর্মচারী ও রোগী মিলিয়ে মোট ১৩ জিকা ভাইরাসের পরীক্ষা করেছিলেন। জুলাই মাসের শেষের দিকে মহারাষ্ট্রও জিকার প্রথম কেস শনাক্ত করা হয়েছিল।

কোথায় প্রথম জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছিল

কোথায় প্রথম জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছিল

১৯৪৭ সালে আফ্রিকার উগান্ডায় প্রথম জিকা ভাইরাসের খোঁজ মিলেছিল। এডিস মশার মাধ্যমে এই সঙ্ক্রমণ ছড়িয়ে পড়ে। তবে এখানেই শেষ নয় আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে এই জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে।

DA Case: পিছোল শুনানি, ডিএ মামলা ছাড়লেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতিDA Case: পিছোল শুনানি, ডিএ মামলা ছাড়লেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

English summary
a child in karnataka has been infected with the zika virus do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X