For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোহনবাগান'-এর কোচের পদে চর্চায় আই লিগ জয়ী হেডস্যারের নাম

'মোহনবাগান'-এর কোচের পদে চর্চায় আই লিগ জয়ী হেডস্যারের নাম

  • |
Google Oneindia Bengali News

কলকাতা লিগ হলে মোহনবাগানের দায়িত্বে পেতে পারেন ক্লাবকে অতীতে আই লিগ দেওয়া কোচ সঞ্জয় সেন। কলকাতার দুই ক্লাবের মার্জার নাম কী হবে, সেই আলোচনার মাঝে হঠাৎ করেই চর্চায় সঞ্জয় সেনের নাম।

মার্জার নিয়ে কী আলোচনা

মার্জার নিয়ে কী আলোচনা

চলতি বছরের জানুয়ারিতে এটিকের সঙ্গে মোহনবাগান ক্লাব গাঁটছড়া বাঁধে। তারপর থেকে নতুন ক্লাবের কী নাম হবে সেই নিয়ে দুই ক্লাবের সমর্থকদের মধ্য জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত জানা গিয়েছে নতুন কোম্পানি হিসেবে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড নামে নথিভুক্ত হয়েছে।

 কলকাতা লিগে অতীতের সফল কোচে আস্থা

কলকাতা লিগে অতীতের সফল কোচে আস্থা

এর মাঝেই মোহনবাগানের আই লিগ জয়ী কোচকে নিয়ে চর্চা। শোনা যাচ্ছে কলকাতা লিগে এবছর মোহনবাগানের দায়িত্ব সঞ্জয় সেনের হাতে উঠতে পারে।

আলোচনায় সঞ্জয় সেন

আলোচনায় সঞ্জয় সেন

আপতত এটিকেতে সহকারী কোচ হিসেবে রয়েছেন সঞ্জয় সেন। এটিকে মোহনবাগান মার্জার ক্লাবে কলকাতা লিগে মোহনবাগান নামে সম্ভবত খেলতে চলেছে। সেখানে সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। ময়দানের ফুটবলে অবশ্য না আঁচালে বিশ্বাস নেই।

মোহনবাগানের হয়ে সাফল্য

মোহনবাগানের হয়ে সাফল্য

এর আগে মোহনবাগানকে ভারত সেরা করেছেন সঞ্জয়। ২০১৪-১৫ ফুটবল মরসুমে মোহনবাগানকে আই লিগ দেন বঙ্গ কোচ। এছাড়া সঞ্জয় সেনের অধীনে সবুজ-মেরুন দল ফেডারেশন কাপও জিতেছে।

ফ্লয়েডের মৃত্যুর ঘটনায়, বর্ণবিদ্বেষ রুখতে সাদা-কালো জার্সিতে অভিনব প্রতিবাদ ফুটবলারদেরফ্লয়েডের মৃত্যুর ঘটনায়, বর্ণবিদ্বেষ রুখতে সাদা-কালো জার্সিতে অভিনব প্রতিবাদ ফুটবলারদের

English summary
Mohun bagans former manager Sanjay sen can be back as coach to lead team for calcutta football league,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X