For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ ফুটবলারের তালিকা ঘোষণা ভারতীয় কোচ ইগর স্টিমাচের

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ।

  • |
Google Oneindia Bengali News

মালদ্বীপে অনুষ্ঠিত হতে চলা সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ জন ফুটবলারের তালিকা প্রকাশ করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। রবিবার ভারতীয় ফুটবল দলের প্রশিক্ষকের তরফে এই ঘোষণাটি করা হয়েছে। যে তালিকায় সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, শুভাশিস বোসের মতো অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি তরুণদেরও জায়গা দেওয়া হয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ ফুটবলারের তালিকা ঘোষণা ভারতীয় কোচ ইগর স্টিমাচের

দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত মিশেল ঘটানো হয়েছে। মাঝমাঠে উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজের পাশাপাশি সাহাল আব্দুল সামাদ ও লিস্টন কোলাসের মতো তরুণ ফুটবলারদের দলে রাখা হয়েছে। আক্রমণভাগে সুনীল ছেত্রী, মনবীর সিংয়ের পাশাপাশি রহিম আলি, ফারুখ চৌধুরীর মতো ফুটবলারদেরও দলে রাখা হয়েছে। অন্যদিকে ডিফেন্সে প্রীতম কোটাল, শুভাশিস বোস, মান্দার রাও দেসাইকে যোগ্য সঙ্গত দিতে তৈরি থাকবেন সেরিটন ফার্নান্ডেজ, রাহুল ভেকেরা। গোলের নিচে দাঁড়ানো নিয়ে গুরুপ্রীত সান্ধু ও অমরিন্দর সিংয়ের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে। রয়েছেন বিশাল কাইথের মতো তরুণ ও দক্ষ গোলরক্ষকও।

একনজরে সেই তালিকা

গোলরক্ষক - গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

ডিফেন্ডার - প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্ডেজ, চিংগ্লেনসানা সিং, রাহুল ভেকে, শুভাশিস বোস, মান্দার রাও দেসাই।

মাঝমাঠ - উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লালেংমাউয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, জ্যাকসন সিং, গ্ল্যান মার্টিনস, সুরেশ সিং, লিস্টন কোলোসা, ইয়াসির মহম্মদ।

আক্রমণভাগ - মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরী।

আগামী ১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ১৬ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় ফুটবল দল। তার আগে সোমবার বেঙ্গালুরুতে মিলিত হবে গোটা দল। মঙ্গলবার গোটা দল মালদ্বীপের বিমান ধরবে বলে জানানো হয়েছে।

ভারত ছাড়াও সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। আয়োজক দেশ হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে মালদ্বীপ। এই পাঁচ দলের মধ্যে সবচেয়ে বেশিবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত। মোট সাত বার (১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫-১৬) এই খেতাব জিতেছে ব্লু টাইগার্সরা।

উল্লেখ্য ফিফার সদ্য প্রকাশিত বিশ্ব ক্রমতালিকার ১০৭তম স্থানে অবস্থান করছে ভারতীয় ফুটবল দল। ১৫৮ ও ১৬৮তম স্থানে অবস্থান করছে যথাক্রমে মালদ্বীপ ও নেপাল। ১৮৯ ও ২০৫তম স্থানে অবস্থান করছে যথাক্রমে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাকি চার দল ক্রমতালিকায় পিছিয়ে থাকলেও ভারতের জন্য মোকাবিলা কঠিন হতে চলেছে বলেই মনে করেন কোচ ইগর স্টিমাচ।

English summary
Indian football team coach Igor Stimac named 23 players list for SAFF Championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X