For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘কোনও ভাবেই বলটা উইকেট মিস করে না, স্পষ্ট আউট ছিল এলগার’, ডিআরএস বিতর্কে মুখ খুললেন প্রাক্তন পাক স্পিনার

‘কোনও ভাবেই বলটা উইকেট মিস করে না, স্পষ্ট আউট ছিল এলগার’, ডিআরএস বিতর্কে মুখ খুললেন সইদ আজমল

Google Oneindia Bengali News

ডিন এলগারের নেওয়া ডিআরএস-এর সিদ্ধান্তকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে 'ঘি' ঢাললেন পাকিস্তানের প্রাক্তন তারকা স্পিনার সইদ আজমল। পাকিস্তানের জার্সিতে ১৭৮টি টেস্ট উইকেটের মালিক জানিয়ে দিলেন কোনও ভাবেই রবিচন্দ্রন অশ্বিনের বল উইকেটের উপর দিয়ে যেতে পারে না। স্পষ্ট আউট ছিলেন ডিন এলগার।

‘কোনও ভাবেই বলটা উইকেট মিস করে না, স্পষ্ট আউট ছিল এলগার’, ডিআরএস বিতর্কে মুখ খুললেন প্রাক্তন পাক স্পিনার

বিতর্কের সূত্রপাত দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে'র ২১তম ওভারে। ভারতের দেওয়া ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার রান তখন ১ উইকেট বিনিময়ে ৬০। কিগন পিটারসেন এবং ডিন এলগারের ব্যাট তখন ধীরে ধীরে ম্যাচের গ্রিপ নিজের হাতে নিচ্ছে প্রোটিয়া বাহিনী। এই অবস্থায় রবিচন্দ্রন অশ্বিনের বল গিয়ে লাগে ডিন এলগারের প্যাডে। ভারতের এলবিডব্লিউর আবেদনে ইতিবাচক সাড়াও দেন অনফিল্ড আম্পায়ার মারাইস ইরাসমাস।

আম্পায়ারের সিদ্ধান্তে ভরসা করতে না পারায় রিভিউ নেন এলগার। দক্ষিণ আফ্রিকার রিভিউতে বল ট্র্যাকিংয়ের সময় দেখা যায় ডেলিভারিটা চলে যেতো স্টাম্পের ওপর এলগার'কে লাইফ লাইন দেন তৃতীয় আম্পায়ার আলাহুদিন পালেকার।

জায়েন্ট স্ক্রিনে বল ট্র্যাকিং দেখে ক্ষোভে ফেটে পড়েন বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন। স্ট্যাম্প মাইকের সামনে মুখ নিয়ে গিয়ে বিরাট'কে শ্লেষ উগড়ে দিতেও দেখা যায়। শুধু ভারতীয়রা ক্রিকেটাররাই নন, অনফিল্ড আম্পায়ার মারিয়াস ইরাসমাসকেও বলতে শোনা যায়, "এটা অসম্ভব।"

এই পুরো ঘটচনা প্রসঙ্গে মুখ খুলে আজমল জানান, যাই হয়ে যাক যে জায়গায় বল লেগেছে তাতে কোনও ভাবেই সেটা উইকেট মিস করে না। এক পাকিস্তানি সাংবাদিকের টুইট অনুযায়ী আজমল বলেছেন, "আজ বেশ কয়েক বার আমি ডিন এলগারের রিভিউটা দেখেছি। কোনও ভাবেই ওই বল স্ট্যাম্পের উপর দিয়ে যেতে পারে না। হাঁটুতে লেগে বলটা এবং ও আউট ছিল।"

তৃতীয় দিনের খেলা শেষে ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, "আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আমি পুরোটাই ম্যাচ রেফারির উপর ছাড়তে চাই। এই সম্পর্কে আমার মতামত করার কিছুই নেই।"

এই গোটা ঘটনায় সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ডিআরএস নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য ভেসে আসে নেটাগরিকদের কাছ থেকে। ডিআরএস নিয়ে একাধিক বিতর্ক থাকলেও বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীর মতো অধিকাংশ-ই সমর্থন করেছেন সিদ্ধান্ত'কে।

ভারতের ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে কেপ টাউন টেস্টে সুবিধাজনক জায়গা রয়েছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের ড্রিংস পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ১৪৮/২। ক্রিজে রয়েছেন দুই সেট ব্যাটসম্যান কিগন পিটারসেন (৭৭) এবং রসি ভান জার ডুসেন (১৬)।

English summary
Former Pakistan Spinner Saeed Ajmal opens up on the controversial DRS of Dean Elgar. He clearly said that the ball could never miss the stump as that hit on the knee roll. Elgar was clearly out. Saeed Ajmal has 178 test wickets in his name for Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X