For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের বিজ্ঞাপনী ভিডিও নিয়ে ক্ষোভের পর এবার এটিকে-মোহনবাগানের জার্সি বিতর্ক, কর্তারা কী জানালেন

সৌরভের বিজ্ঞাপনী ভিডিও নিয়ে ক্ষোভের পর এবার এটিকে-মোহনবাগানের জার্সি বিতর্ক, কর্তারা কী জানালেন

  • |
Google Oneindia Bengali News

দরজায় কড়া নাড়ছে আইএসএল। ২০ নভেম্বর থেকে আইএসএলে ঢাকে কাঠি। আর আগে বিতর্কে এটিকে-মোহনবাগান। আইএসএলের বোধন যত এগিয়ে আসছে ততই ফ্র্যাঞ্চাইজিগুলির পক্ষ থেকে জোরকদমে প্রচার শুরু হয়ে গিয়েছে। এটিকে মোহনবাগানও পিছিয়ে নেই। তাঁদের প্রচারে বড় মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে বিজ্ঞাপনীতে বিতর্কের কেন্দ্রে মহারাজ। সেই সঙ্গে এটিকে-মোহনবাগানের প্র্যাকটিস জার্সি নিয়েও নতুন বিতর্কের শুরু।

সৌরভকে নিয়ে বিতর্ক

সৌরভকে নিয়ে বিতর্ক

বিজ্ঞাপনের এক দৃশ্যে দেখা যায় ওয়াশিং মেশিনে এটিকে ও মোহনবাগানের জার্সি দেওয়ার পর বেরিয়ে আসছে এটিকে মোহনবাগানের নতুন জার্সি। পুরো বিজ্ঞাপনেই সৌরভই প্রচারের মুখ। আর বিজ্ঞাপনের এই বিশেষ দৃশ্য ঘিরেই বিতর্ক।

 বিজ্ঞাপন বিতর্কের পর জার্সি বিতর্ক

বিজ্ঞাপন বিতর্কের পর জার্সি বিতর্ক

বিজ্ঞাপন বিতর্কের পর এটিকে-মোহনবাগানের জার্সি ঘিরেও বিতর্ক। জবি জাস্টিনরা যে জার্সি পরে আইএসএলে প্র্যাকটিস করছেন তাতে তিনটি স্টার রয়েছে। মোহনবাগানের সঙ্গে সংযুক্তিকরণের আগে এটিকে নামে আইএসএল খেলত সঞ্জীব গোয়েঙ্কার দল। টুর্নামেন্টে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। সেই কারণেই এটিকে-মোহনবাগানের প্র্যাকটিস জার্সিতে ৩টি স্টার রাখা হয়েছে।

 ফ্যানেদের ক্ষোভ কোথায়

ফ্যানেদের ক্ষোভ কোথায়

সেখানেই মোহনবাগান সমর্থকদের আপত্তি। মোহনবাগানের সঙ্গে এটিকের সংযুক্তির পর, কেন এটিকের সাফল্যতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই নিয়েই ফ্যানেরা প্রশ্ন তুলে দিয়েছেন। তিনবার জাতীয় লিগ ও দুবার আইলিগ জিতলে জার্সিতে সেই সাফল্যের কোনও উল্লেখই রাখা হয়নি। সেক্ষেত্রে নতুন দলের জার্সিতে ৩ এর বদলে ৮টি স্টার রাখার দাবি জানিয়েছে ফ্যানেরা।

উদাহরণ বেঙ্গালুরু

উদাহরণ বেঙ্গালুরু

সবুজ মেরুন সমর্থকদের একটি অংশ আবার বেঙ্গালুরু এফসির উদাহরুণ টেনেছেন। যেখানে বেঙ্গালুরুর জার্সিতে তিনটি স্টার রয়েছে। দুবার আইলিগ জয় ও একবার আইএসএলে চ্যাম্পিয়ন হওয়াকে স্বীকৃতি হিসেবে তিনটি স্টার ব্যবহার করছে বেঙ্গালুরু।

মোহনবাগান কর্তারা কী জানালেন

মোহনবাগান কর্তারা কী জানালেন

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান ফ্যানেরা সমালোচনা শুরু করলে, জার্সিতে তিন স্টারের বিষয়টি শীঘ্রই সমাধান করা হবে বলে মোহনবাগানের শীর্ষকর্তারা আশ্বাস দিয়েছেন। আরও জানা গিয়েছে, ইতিমধ্যে এই ইস্যু নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মোহনবাগানের শীর্ষকর্তারা কর্তারা একাধিকবার আলোচনা করেছেন। দেবাশিস দত্ত এই নিয়ে বলেছেন, 'মোহনবাগান সমর্থকদের মতামত এবং আবেগকে আমরা সম্মান করি। কয়েকদিনের মধ্যে সংশোধিত পরিসংখ্যান তুলে ধরে সমস্যার সমাধান করা হবে' সেই সঙ্গে নতুন বিজ্ঞাপনটিও সরিয়ে নেওয়া নিয়ে অনুরোধ জানানো হয়েছে।

English summary
Isl 2020 atk mohun bagan update: 3 stars on team jersey will be resolved soon says debashis dutta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X