For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) নতুন বছরের শুরুতেই আপনার গন্তব্য হোক এই জায়গাগুলি

  • |
Google Oneindia Bengali News

পাশ্চাত্য সংস্কৃতিকে আপন করে নিয়ে অন্যান্য উৎসবের মতো ইংরেজি নতুন বছরও সাদরে পালিত হয় সারা ভারত জুড়ে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা দেশ মেতে ওঠে উৎসব মুখরতায়। [বরফ আর অ্যাডভেঞ্চার চাইলে এই শীতেই ঘুরে আসুন গুলমার্গ]

এই সময়ে সারা দেশেই তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকে। তবে উৎসাহ ও আনন্দের পারদ চড়চড় করে বাড়তে থাকে। সকলকে সঙ্গে নিয়ে আনন্দে মেতে ওঠে সাধারণ মানুষ। অনেকে আবার সেটাকে কয়েকগুণ বাড়িয়ে নিতে চেয়ে নানা জায়গায় পাড়ি দেন।

নিচের স্লাইডে দেখে নিন, নতুন বছরের শুরুতেই অবসর কাটাতে চাইলে কোন জায়গাগুলি হতে পারে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন।

পণ্ডিচেরি

পণ্ডিচেরি

পণ্ডিচেরি বা পুদুচ্চেরিতে উপকূল এলাকা তো রয়েইছে। পাশাপাশি ফরাসি উপনিবেশের একটা ছোঁয়া পেতে পারেন এখানে। এখানে সারাবছরই বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। এই সময়ে গেলে আবহাওয়া হোক বা অন্য সব দিক থেকেই সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন আপনি।

গোয়া

গোয়া

উৎসবে মাততে চাইলে গোয়ার চেয়ে সুন্দর জায়গা ভূ-ভারতে আর নেই। ক্রিসমাসের সময় থেকে শুরু করে নতুন বছরের শুরুর দিকটায় এখানে এলে দ্বিগুণ মজা পাবেন।

জয়সলমের

জয়সলমের

বালি-স্থাপত্য-ঐতিহ্য-কেল্লা, সবমিলিয়ে জয়সলমের যেন এক অন্য অভিজ্ঞতা। শীতের সময়ে নতুন বছরের শুরুতে গেলে সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন এখানে।

মানালি

মানালি

সারাবছরই দর্শক আকষর্ণের দিক থেকে একেবারে উপরের দিকে থাকে মানালি। এই সময়ে গেলে বরফের এক অচেনা জগত হাজির হবে আপনার সামনে। নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও এখানে ব্যবস্থা থাকে।

আলেপ্পি

আলেপ্পি

কেরলের এই জায়গাটি ব্যাকওয়াটার ও উপকূলের জন্য বিখ্যাত। এখানে হাউসবোটে চেপে নতুন বছরের শুরুটাই উদযাপন করলে মন্দ হবে না।

হ্যাভলক

হ্যাভলক

আন্দামানের সবচেয়ে সুন্দর দ্বীপগুলির মধ্যে অন্যতম হ্যাভলক। শুধু এই দ্বীপেই সময় কাটানোর জন্য বহু মানুষ অবসরে আসেন। শীতের সময়ে এখানকার আবহাওয়া সবচেয়ে মনোরম থাকে। তাই নতুন বছরের শুরুতেই এখানে যাওয়ার প্ল্যান করতেই পারেন।

ভ্রমণ সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

বরফের মধ্যে ট্রেকিং করতে চাইলে যেতে পারেন এমন জায়গায়বরফের মধ্যে ট্রেকিং করতে চাইলে যেতে পারেন এমন জায়গায়

শীতের মরশুমে দক্ষিণ ভারতের এই জায়গাগুলিতে ঘুরে আসুনশীতের মরশুমে দক্ষিণ ভারতের এই জায়গাগুলিতে ঘুরে আসুন

ঘুরে আসুন ভারতে অবস্থিত এই মিনি সুইৎজারল্যান্ডেঘুরে আসুন ভারতে অবস্থিত এই মিনি সুইৎজারল্যান্ডে

ভারতের এই অচেনা জায়গাগুলিতে একবার যেতেই হবে আপনাকেভারতের এই অচেনা জায়গাগুলিতে একবার যেতেই হবে আপনাকে

English summary
Top New Year Destinations in India 2016
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X