For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) বরফের মধ্যে ট্রেকিং করতে চাইলে যেতে পারেন এমন জায়গায়

  • |
Google Oneindia Bengali News

সারা দেশেই শীতের আমেজ প্রায় পড়ে গিয়েছে। দক্ষিণ ভারত সহ নানা জায়গায় শীতের আমেজে মানুষ গা সেঁকতে শুরু করলেও উত্তর ভারতে এর মধ্যেই শীতের প্রকোপ হাড়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। [শীতেই ঢুঁ মেরে আসুন স্বপ্নসুন্দর দার্জিলিংয়ে]

এই সময়ে অনেক মানুষ রয়েছেন যারা বরফের জায়গায় ঘুরতে যাওয়া পছন্দ করেন। শীতের আমেজ গায়ে মেখে বরফের মধ্যে ঘুরে বেড়ানো এমন অভিজ্ঞতা যা সারাজীবনরে সম্পদ। [শীতের মরশুমে দক্ষিণ ভারতের এই জায়গাগুলিতে ঘুরে আসুন]

তবে সারা দেশের মধ্যে বরফ পেতে চাইলে একমাত্র হিমালয়ান পর্বতমালার অংশ ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব নয়। হিমালয়ই বরফের চাদরে ঢাকা পড়ে পর্যটকদের দু'হাত তুলে আহ্বান জানাচ্ছে। [শুধু ছবি তুলতেই যেতে হবে ভারতের এই জায়গাগুলিতে]

ভ্রমণপিপাসু মানুষ যাদের ট্রেকিংয়ের ঝোঁক রয়েছে তারা বরফের মধ্যে ট্রেকিংয়ের মজা নিতে চাইলে কয়েকটি জায়গায় যেতেই পারেন। নিচের স্লাইডে দেখে নিন কোথায় গেলে শীতের মরশুমে বরফের মধ্যে ট্রেকিং করে আপনি মজা পাবেন। [ঘুরে আসুন ভারতে অবস্থিত এই মিনি সুইৎজারল্যান্ডে]

জোশীমথ-কুয়ারী পাস

জোশীমথ-কুয়ারী পাস

চামোলিতে অবস্থিত একটি হিল স্টেশন হল জোশীমথ বা জ্যোতির্মথ। এখানে যাওয়ার আদর্শ সময় হল ডিসেম্বরের প্রথম ভাগ। লর্ড কার্জনের সময়ে এই জায়গাটি খুঁজে বের করা হয়েছিল।

হর কি দুন ভ্যালি

হর কি দুন ভ্যালি

এই উপত্যকার নামের মানে 'ভগবানের ঝুলন্ত উপত্যকা'। উত্তরাখণ্ডের ফতেহ পর্বতে অবস্থিত এই উপত্যকায় ট্রেকিংয়ের আদর্শ সময় ডিসেম্বরের শেষ থেকে মার্চ পর্যন্ত। এখানে যেতে গেলে দেরাদুন অথবা সাঁকরি থেকে যাত্রা শুরু করতে হবে।

চোপতা-চন্দ্রশীলা ট্রেক

চোপতা-চন্দ্রশীলা ট্রেক

চোপতা হিমালয়ের কোলে একটি সুন্দর গ্রাম। পাইন, রডোডেনড্রন ও দেবদারু গাছের সারিতে সাজানো এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তুঙ্গনাথ-চন্দ্রশীলা ট্রেকের জন্যও চোপতাকেই বেস ধরা হয়। কারণ এখান থেকেই আপনি তুঙ্গনাথ বা চন্দ্রশীলা পর্বতের চূড়ায় পৌঁছতে পারবেন।

স্নো লেপার্ড ট্রেক

স্নো লেপার্ড ট্রেক

লাদাখে স্নো লেপার্ড ট্রেকটি বিখ্যাত। এই রুটে আপনি রুম্বক উপত্যকা হেমিস ন্যাশনাল পার্ক ইত্যাদি জায়গায় পৌঁছতে পারেন। ট্রেকিংয়ের সময়ে বন্য জীবজন্তু দেখতে পাওয়াও এক অনন্য অভিজ্ঞতা এখানে।

চাদর ট্রেক- দ্য আইস রুট

চাদর ট্রেক- দ্য আইস রুট

লাদাখে অবস্থিত এই ট্রেকটিও অসাধারণ। এই ট্রেকিংয়ের মাঝে জান্সকর নদী পড়ে। শীতের সময়ে এই জায়গাটি বরফের চাদরে ঢাকা পড়ে যায়। জমে যাওয়া নদী, জলপ্রপাত ও এলাকা ট্রেকিংয়ের জন্য আদর্শ।

English summary
Winter Trekking in Indian Himalayas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X