For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্মরণীয় ছুটি কাটাতে চলুন রমণীয় শঙ্করদহ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সপ্তাহান্তে কোথায় যাওয়া যায়, পরিকল্পনা করছেন? পরিচিত জায়গার ভিড় এড়িয়ে অচেনা মঞ্জিলে পাড়ি দিতে মন চাইছে? তা হলে, চলুন না শঙ্করদহ! বেশি দূরে নয়। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় এই নিরিবিলি জায়গাটির অবস্থান।

কেন যাবেন: মখমল সবুজে মোড়া পাহাড়, জলাশয়, মাটির সোঁদা গন্ধ, সব মিলিয়ে এক দারুণ ঠিকানা। উপরি পাওনা অপার নৈঃশব্দ্য। শুধু শোঁ-শোঁ বাতাস কথা কইবে কানে-কানে। ধুলোধোঁয়া বর্জিত পরিবেশে নিঃশ্বাস নিন বুক ভরে।

আরও পড়ুন: পাখি ভালোবাসেন? ঘুরে আসুন মংলাজোড়ি
আরও পড়ুন: জল-ছবি দর্শনে চলুন চিলিকা, অলস ছুটি হোক বা মধুচন্দ্রিমা

শঙ্করদহতে আদিবাসীদের ঘর-সংসার দেখে বাড়িয়ে নিতে পারেন অভিজ্ঞতার ঝুলি। মাদলের তালে-তালে আদিবাসী নাচ দেখুন। নিজেও শামিল হতে পারেন সেই নাচে। মুরগি লড়াই দেখতে যদি ভালোবাসেন, তারও ব্যবস্থা হয়ে যাবে। যখন ঘন অন্ধকার জড়িয়ে ধরবে চরাচর, আকাশে জেগে থাকবে ঝিকিমিকি তারা, তখন বাউল গান শুনতে শুনতে ভেসে যান স্বপ্নালু জগতে। দল বেঁধে গেলে একসঙ্গে বসে ক্যাম্প ফায়ারও করতে পারেন।

শঙ্করদহতে শুয়ে-বসে কাটিয়ে দিতে পারেন দু'-তিনদিন। নইলে আশপাশে ঘুরে বেড়াতে পারেন। সেক্ষেত্রে দেখে নিন দলমা ও নারওয়া পাহাড়, চাণ্ডিল ড্যাম, ডিমনা লেক ইত্যাদি। এমনকী, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত ঘাটশিলা দেখে সন্ধেবেলা ফিরতে পারেন শঙ্করদহে।

কীভাবে যাবেন: শঙ্করদহ যেতে হলে আপনাকে পৌঁছতে হবে টাটানগর। হাওড়া থেকে রওনা দিয়ে সকাল-সকাল যে ট্রেন দু'টি টাটানগর যাচ্ছে, সেইগুলি হল: ১২০২১ জনশতাব্দী এক্সপ্রেস এবং ১২৮৭১ ইস্পাত এক্সপ্রেস। প্রথম ট্রেনটি হাওড়া ছাড়ছে সকাল ৬-২০ মিনিটে। টাটানগর ঢুকছে পৌনে দশটায়। দ্বিতীয় ট্রেনটি হাওড়া ছাড়ছে ০৬-৫৫ মিনিটে। টাটানগর পৌঁছচ্ছে সকাল ১০-৪০ মিনিটে। টাটানগর থেকে শঙ্করদহ ১৫ কিলোমিটার।

হাওড়া থেকে টাটানগর যাওয়ার আরও ট্রেন রয়েছে। কিন্তু কোনওটা পৌঁছচ্ছে বিকেলে, কোনওটা সন্ধেবেলা, কোনওটা আবার মাঝরাতে। ফলে জনশতাব্দী এক্সপ্রেস ও ইস্পাত এক্সপ্রেসই সবচেয়ে ভালো গাড়ি।

কোথায় থাকবেন: এখানে থাকার জন্য রয়েছে একটি সুন্দর রিসর্ট। দম্পতিরা থাকতে পারেন রিসর্টের কটেজে। ভাড়া ১৯০০ টাকা। এর সঙ্গে ব্রেকফাস্টের খরচ ধরা আছে। দল বেঁধে গেলে থাকা যাবে ডর্মিটরিতে। খরচ পড়বে মাথাপিছু ৬০০ টাকা। যদি ১০ জনের বেশি হয়, তা হলে ডর্মিটরি বুকিংয়ের ক্ষেত্রে ভাড়ায় ১০ শতাংশ ছাড় মিলবে। প্রাক্তন সেনাকর্মী, খেলোয়াড়, প্রবীণ নাগরিকরা ঘরভাড়ায় ছাড় পাবেন।

আগে থেকে অর্ডার দিলে দেশি মুরগি, হাঁসের মাংসের ব্যবস্থা করবে রিসর্ট কর্তৃপক্ষ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: অসিত ভৌমিক (৯৪৭১৩১০১০৮/9471310108 বা ৮২৯৪১৭৪৮৫৮ /8294174858 বা ৭২০৯৬১১২৫৮/7209611258)

কলকাতা বা ঝাড়খণ্ডের বাইরে থেকে ফোন করলে নম্বরগুলির আগে 'শূন্য' বসিয়ে নেবেন।

English summary
Shankarda is an exotic place in Jharkhand, just 15 kms from Tatanagar. Be it honeymoon or family trip, Shankarda is a perfect destination.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X