For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডার্ট মিশনের পর নাসা এবার লুসি মিশনে, মুখোমুখি হবে বৃহস্পতির ট্রোজান গ্রহাণুর

ডার্ট মিশনের পর নাসা এবার লুসি মিশনে, মুখোমুখি হবে বৃহস্পতির ট্রোজান গ্রহাণুর

Google Oneindia Bengali News

নাসা আরও একটি নতুন মিশনে নামতে চলেছে। ডার্ট মিশনের পর আবারও একটি গ্রহাণুর মুখোমুখি হচ্ছে নাসা। নাসা ঘোষণা করেছে, লুসি মিশনে তারা জুপিটার ট্রোজান গ্রহাণু পরিদর্শন করবে। এ জন্য নাসার মহাকাশযানকে ৬০০ কোটি কিলোমিটার দীর্ঘ যাত্রা করতে হবে।

ডার্ট মিশনের পর নাসা এবার লুসি মিশনে, মুখোমুখি হবে বৃহস্পতির ট্রোজান গ্রহাণুর

লুসি মহাকাশযান তার গ্রহাণু-ট্র্যাকিং নেভিগেশন সিস্টেমের একটি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা করবে জুপিটার ট্রোজান গ্রহাণুতে। ২০২৩ সালের ১ নভেম্বর ট্রোজান গ্রহাণুর কাছে পৌঁছবে তারা। নাসার মহাকাশযানের পরিদর্শন করা সবথেকে ছোটো গ্রহাণু হবে এটি। পূর্বে পরিদর্শন করা এবং গ্রহাণুর অভিমুখ পরিবর্তন করে দেওয়া ডার্ট মিশন ও ওসিরিক্স-আরএক্স মিশনে পরিদর্শন করা গ্রহাণুর থেকে সামান্য ছোটো।

লুসি মিশনের সহযোগী রাফেল মার্শাল বলেন, "প্রধান গ্রহাণু বেল্টে লক্ষ লক্ষ গ্রহাণু রয়েছে। আমি ৫ লক্ষ গ্রহাণু বেছে নিয়েছিলাম। সুনির্দিষ্ট কক্ষপথে নাসার লুসি মহাকাশযান যথেষ্ট কাছাকাছি ভ্রমণ করবে। তা দূর থেকেও ভালোভাবে দেখার জন্য ওই মহাকাশযানে থাকবে অত্যাধুনিক ক্যামেরা।

জুপিটার ট্রোজান গ্রহাণুকে জানতে লুসির ট্র্যাজেক্টোরিটি ডিজাইন করা হয়েছে বিশদভাবে। তা গ্রহাণুটির ৪০ হাজার মাইলের মধ্যে নিয়ে যাবে। এখন পর্যন্ত তা সবথেকে নিকটতম অবস্থানে পৌঁছবে। নাসার লুসি মিশনের দল এবার তাদের মহাকাশযানটিকে গ্রহাণুর অতি কাছে পৌঁছবে। আরও কাছ থেকে দেখতে পাবে।

লুসি মহাকাশযানের টার্মিনাল ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা করবে জুপিটার ট্রোজানের। এই পরীক্ষাটি মহাকাশযানকে একটি গ্রহাণু থেকে ঠিক কতটা দূরে রয়েছে, তা নির্ধারণ করতে সাহায্য করবে। গ্রহাণুর কাছাকাছি যাওয়ার সময় ক্যামেরাগুলিকে ঠিক কোন দিকে নির্দেশ করা উচিত, তা জানাবে।

মিশনের প্রধান তদন্তকারী হ্যাল লেভিসনের মতে, অতীতে বেশিরভাগ ফ্লাইবাই মিশন এই অনিশ্চয়তার জন্য বিফল হয়েছে। সেই প্রতিকূলতা থেকে বেরোতে এই পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ। লুসি মহাকাশযান হবে প্রথম ফ্লাইবাই মিশন, যা একটি নতুন জটিল সিস্টেমকে পড়তে সমর্থ হবে। এর ফলে এনকাউন্টারের সময় স্বয়ংক্রিয়ভাবে গ্রহাণু ট্র্যাক করতে পারবে। এই সিস্টেমের ব্যবহার লুসিকে তার লক্ষ্যে পৌঁছনোর আগে আরও অনেক ছবির সাহায্য নিতে পারবে।

লুসি ট্রোজান গ্রহাণু অধ্যয়ন করার প্রথম মিশন, যা বৃহস্পতির সমান দূরত্বে সূর্যকে প্রদক্ষিণ করবে। ট্রোজান গ্রহাণুগুলি হিসাবে বর্ণনা করা হয়েছে প্রায় চার বিলিয়ন বছর আগে সৌরজগতের গঠনের সময় যে গ্রহগুলি তৈরি হয়েছিল, তারই অংশ। গ্রহ সৃষ্টির সময় একই পদার্থ দ্বারা তৈরি হয়েছিল বলে বিশ্বাস করা হয়। গত বছরের অক্টোবরে লুসি মিশন পৃথিবীর চারপাশে একটি সিস্টেম পরিচালনা করেছিল।

সুদীপ-সৌগতর দুঃখ 'বর্ণনা'য় দিলেন ভাইপোর একমাত্র পরিচয়ের কারণ! সবাইকে প্রোটেক্ট করার আশ্বাস শুভেন্দু অধিকারীরসুদীপ-সৌগতর দুঃখ 'বর্ণনা'য় দিলেন ভাইপোর একমাত্র পরিচয়ের কারণ! সবাইকে প্রোটেক্ট করার আশ্বাস শুভেন্দু অধিকারীর

English summary
NASA now faces Jupiter Trojan asteroid over Lucy mission after Dirt mission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X