For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপি এলে মেদিনীপুর মোদিনীপুর হবে', পারদ চড়ালেন অভিষেক, কটাক্ষে বিদ্ধ অমিত শাহের বাতিল সভাও

'একজন, দু'জন বিশ্বাসঘাতক' প্রসঙ্গে মেদিনীপুরের মাটি থেকে পারদ চড়ালেন অভিষেক, কটাক্ষবাণে বিদ্ধ অমিত শাহের বাতিল সভাও

  • |
Google Oneindia Bengali News

'ভেবেছে পা টা ভেঙে দেব মমতা বাড়িতে বসে থাকবে। সিপিএম ২০৬ টা হাড় ভেঙে কিছু করতে পারেনি। আর...' শালবনির সভা থেকে এইভাবেই পারদ চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন স্বভাবসিদ্ধ মেজাজে তিনি যেমন একহাত নেন বিজেপিকে, তেমনই শুভেন্দু অধিকারীকে টার্গেট করতে ছাড়েননি অভিষেক। তাঁর সভাস্থল থেকে তিনি ঝাড়গ্রামে অমিত শাহের সভা বাতিলকে কটাক্ষ করতে ছাড়েননি ডায়মন্ডহারবারের সাংসদ।

শুরু থেকেই চালিয়ে ব্যাট অভিষেকের

শুরু থেকেই চালিয়ে ব্যাট অভিষেকের

এদিন, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে এক জনসভায় প্রার্থী শ্রীকান্ত মাহাতোর হয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ঝড় তুলেছেন। শুরু থেকেই তিনি শুভেন্দু অধিকারীর নাম না করে এদিন কটাক্ষ করেন। বলেন, 'আমি এক কথার ছেলে। যা বলি তাই করে দেখাই। উত্তরবঙ্গ থেকে বলেছিলাম, জয় শ্রীরাম নয়, আগে সিয়া রাম বলতে হবে। ব্রিগেডে মোদী তাইই বলেছেন।' এরসঙ্গেই তিনি যোগ করেন, 'বিশ্বাসঘাতকও' তাই বলেছেন।

অমিত শাহের সভায় কপ্টার বিভ্রাট প্রসঙ্গ

অমিত শাহের সভায় কপ্টার বিভ্রাট প্রসঙ্গ

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অমিত শাহ কপ্টারে বিভ্রাটের জন্য ঝাড়গ্রামে সভা করতে যেতে পারেননি। অথচ খড়গপুর থেকে সড়ক পথে গেলেই তিনি সেই সভা করতে পারতেন। অভিষেকের দাবি, অমিত শাহর ঝাড়গ্রামের সভায় এত অল্প সংখ্যক মানুষের ভিড় হয়েছে যে সেখানে যেতে সাহস পাননি অমিত শাহ।

প্রসঙ্গ 'বিশ্বাসঘাতক'

প্রসঙ্গ 'বিশ্বাসঘাতক'

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নিজের সভায় পারদ চড়িয়ে বলেন, মেদিনীপুরের বুকে 'একজন ,দু'জন বিশ্বাসঘাতক। সবাই নন।' অভিষেকের এই বক্তব্য থেকে জল্পনা চড়তে শুরু করেছে , যে এই 'একজন' যদি শুভেন্দু অধিকারী হন, তাহলে 'দু'জন' হিসাবে তিনি কাকে সম্বোধন করলেন? অভিষেক এদিনের সভায় পারদ চড়িয়ে বলেন, মেদিনীপুরের মাটি ব্রিটিশদের সরিয়েছে, দিল্লিওয়ালারা তো কোন ছাড়! ফলে ঐক্যবদ্ধ থেকে তৃণমূল সমর্থকদের লড়াইয়ের বার্তা দেন তৃণমূলের যুবনেতা।

'পরিবার','পার্টানারশিপ' প্রসঙ্গ

'পরিবার','পার্টানারশিপ' প্রসঙ্গ

পশ্চিম মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে এদিন পূর্ব মেদিনীপুরের দিকে যে অভিষেক টার্গেট করেছিলেন , তা বোঝা গিয়েছে স্পষ্ট। তিনি বলেন, '
বিশ্বাসঘাত... তুমি মেদিনীপুরের আবেগ বিক্রি করেছ।' এরপর তাঁর খোঁচা 'মেদিনীপুরের জেলা কি কোনও মানুষ চালাবে না পরিবার?' তিনি পরিবার ও পার্টানারশিপ প্রসঙ্গ তুলেও বিঁধতে ছাড়েননি এদিন।

 'বিজেপি এলে মেদিনীপুর মোদিনীপুর হবে'

'বিজেপি এলে মেদিনীপুর মোদিনীপুর হবে'

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন পারদ চরমে রেখে , বলেন মোতেরা স্টেডিয়ামের নাম যেমন বদলেছে, তেমনই বিজেপি ক্ষমতায় এলে মেদিনীপুর নাম বদলে মোদিনীপুর হয়ে যাবে। বিদ্যাসাগর সেতু মোদী সেতু হয়ে যাবে।

মমতা প্রসঙ্গ

মমতা প্রসঙ্গ

'ভেবেছে,পা টা ভেঙে দেব, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে থাকবেন। সিপিএম ২০৬ টা হাড় ভেঙে কিছু করতে পারেনি। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা। যত তাতাবে, পোড়াবে, প্রহার করবে তত শক্তিশালী হবে।' এভাবেই এদিন প্রচার পারদ তুঙ্গে রেখেছেন অভিষেক।

বিজেপির টিকিট না পেয়ে বিস্ফোরক অভিযোগ, তৃণমূলে ফিরতে মমতার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুকে পথপ্রদর্শক মানা নেতার বিজেপির টিকিট না পেয়ে বিস্ফোরক অভিযোগ, তৃণমূলে ফিরতে মমতার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুকে পথপ্রদর্শক মানা নেতার

English summary
West Bengal Assembly Election 2021, Abhishek Banerjee attacks Suvendu, Amit Shah's Cancellation of Jhargram rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X