For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রং রুটে' গাড়ি, আটকাতেই ট্রাফিক পুলিশকে চড় তৃণমূল সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়

Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ জানুয়ারি : একে তো আইন ভেঙে 'রং রুটে' ঢুকেছিল তাঁর গাড়ি। তা নিয়ে বলতে গেলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গালেই চড় কষালেন প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিতর্ক উঠতেই দায় ঠেলে ওই ট্রাফিক পুলিশকেই মানসিক ভারসাম্যহীন বললেন তৃণমূল সাংসদ।

বুধবার বিকেলে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত লেক টাউন এলাকায় এই ঘটনাটি ঘটে। লেক টাউনের একটি রাস্তার 'রং রুটে'-এ ঢুকে পড়ে প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। এরপরেই তারাপতী বিশ্বাস নামে ওই ট্রাফিক পুলিশ গাড়ি দাঁড় করান। প্রসূণ বাবুর গাড়ির চালক তারাপতিবাবুর উপর চেঁচাতে শুরু করে। এবং প্রসূণবাবুকে ডেকে নিয়ে আসে।

'রং রুটে' গাড়ি, আটকাতেই ট্রাফিক পুলিশকে চড় তৃণমূল সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়

ভুল রাস্তায় গাড়ি ঢোকানো আইন লঙ্ঘন করা বোঝাতে গেলেই তারাপতিবাবুর উপর চোটপাট করেন প্রসূণ। শুধু তাই নয়, সপাটে চড়ও মারেন বলে অভিযোগ কর্তব্যরত ওই ট্রাফিক পুলিশের।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রসূণবাবু। তিনি বলেন, এরকম কোনও ঘটনা ঘটেনি। তার গাড়ি ডান দিক দিয়ে ইউটার্ন নিয়ে বেরতে যাচ্ছিল, তখন ওই ট্রাফিক পুলিশ এসে চোটপাট শুরু করেন। তাঁর অভিযোগ, আশপাশের পরিচিত অন্যান্য ট্রাফিক পুলিশরাই তাঁকে জানান তারাপতি মানসিকভারসাম্যহীন।

এই ঘটনার তীব্র বিরোধিতা উঠেছে বিভিন্ন মহল থেকে। বিজেপির সম্বিত পাত্র বলেন, এতেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবার গুণ্ডাগিরিতে নেমে এসেছে। অন্যদিকে রাজনৈতিক বিরোধী দলগুলির একাংশের ধারণা, সাংসদকে তুষ্ট করতে মানসিক ভারসাম্যহীনতার অজুহাতে ট্রাফিক পুলিশ তারাপতি বিশ্বাসের হয়তো চাকরিটাও খাওয়া হতে পারে।

English summary
TMC MP Prasun Banerjee slaps traffic policeman on being stopped for rule violation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X