For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদন মিত্রের সঙ্গে বৈঠকের পর প্রত্যাহৃত তিনদিনের বাস ধর্মঘট

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা
কলকাতা, ২২ জুন: বাসমালিকদের ডাকা তিনদিনের ধর্মঘট উঠে গেল। ২৫, ২৬ এবং ২৭ জুন রাজ্য জুড়ে বাস-মিনিবাস ধর্মঘট হওয়ার কথা ছিল। রবিবার পরিবহণমন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৯ জুলাই পর্যন্ত রাজ্য সরকারকে সময়সীমা দেওয়া হয়েছে।

বাসমালিকদের সংগঠনগুলি বারবার ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। তাদের বক্তব্য, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। অন্যান্য সামগ্রী যেমন গ্রিজ, টায়ার ইত্যাদিও মহার্ঘ হয়েছে। এই পরিস্থিতিতে মুনাফা হচ্ছে না। লোকসান করে আর বাস চালানো সম্ভব নয়। এই দাবিতে রাজ্য সরকার কর্ণপাত না করায় তাঁরা ২৫, ২৬ এবং ২৭ জুন বাস ধর্মঘটের ডাক দেন।

এদিকে, ধর্মঘট আটকাতে রণং দেহী অবস্থান নেয় রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী মদন মিত্র হুমকি দেন, ধর্মঘট করলে পুলিশ ব্যবস্থা নেবে। ভাড়াও বাড়বে না, ধর্মঘটও করা চলবে না। কিন্তু অনড় থাকেন বাসমালিকরা। শেষ পর্যন্ত এদিন দুপুরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মদন মিত্র। তিনি বলেন, বাসমালিকদের মুনাফার বিষয়টি খতিয়ে দেখতে সর্বদল কমিটি গড়েছে সরকার। এই কমিটি তাদের কাজও শুরু করেছে। ২৩ জুলাই কমিটি তাদের রিপোর্ট দেবে। ভাড়া না বাড়িয়েও কীভাবে বাসমালিকদের ক্ষতি পুষিয়ে দেওয়া যায়, তা দেখা হবে। তাই রিপোর্ট জমা না পড়া পর্যন্ত অপেক্ষা করুন তাঁরা। তিনি আরও আশ্বাস দেন, কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলবেন বাসমালিকদের সঙ্গে।

মদনবাবুর এই ঘোষণার পর তাঁরা ঠিক করেন, ধর্মঘট তুলে নেবেন। তবে রাজ্য সরকারকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য ২৯ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার পর বৈঠকে বসে ঠিক হবে পরবর্তী পদক্ষেপ।

ধর্মঘট প্রত্যাহৃত হওয়ায় খুশি পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, "আমি বাসমালিকদের অভিনন্দন জানাচ্ছি। ওঁরা আমাদের আবেদন সাড়া দিয়েছেন দেখে ভালো লাগছে। সরকার ওঁদের সমস্যা খতিয়ে দেখছে।"

English summary
Three-day bus strike withdrawn after assurances from transport minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X